For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটি চালু হওয়ায় কমেছে এলইডির খরচ! উপকৃত দেশের মধ্যবিত্ত শ্রেণী

জিএসটি প্রয়োগের ফলে ঘরোয়া বৈদ্যুতিন যন্ত্রের ওপর থেকে অপ্রত্যক্ষ কর কমেছে। একেবারে শেষ পর্যায়ের গ্রাহক অর্থাৎ দেশে মধ্যবিত্ত বিশেষভাবে উপকৃত হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

জিএসটি প্রয়োগের ফলে ঘরোয়া বৈদ্যুতিন যন্ত্রের ওপর থেকে অপ্রত্যক্ষ কর কমেছে। একেবারে শেষ পর্যায়ের গ্রাহক অর্থাৎ দেশে মধ্যবিত্ত বিশেষভাবে উপকৃত হয়েছে। কেন্দ্র সরকারের তরফে উন্নত জীবন প্রকল্পে বিদ্যুৎ কম লাগে এরকম এলইডি বাল্ব বন্টন করা হয়েছে। উপকৃত হয়েছেন বহু মানুষ।

জিএসটি চালু হওয়ায় কমেছে এলইডির খরচ! উপকৃত দেশের মধ্যবিত্ত শ্রেণী

৯ ওয়াটের এলইডি বাল্বের দাম ৭০ টাকা। জিএসটির আগে যার দাম ছিল ৩১০ টাকা। তালিকায় রয়েছে আরও অনেক কিছু। ২০ ওয়াটের লেড টিউবের দাম পড়বে ২২০ টাকা এবং ফাইভ স্টার রেটেড ফ্যান পাওয়া যাবে ১২০০ টাকায়। দাম পরিবর্তনের পর কেন্দ্র সরকারের তরফে গ্রাহকদের কাছে আবেদন করা হয়েছে, উজ্জ্বলা অ্যাপ্লায়েন্সের ক্ষেত্রে ইইএসএল যে দাম বেধে দিয়েছে, সেই দামের বাড়তি কোনও দাম না দিতে।

উজ্জ্বলা প্রকল্পের অধীনে ৭.৫ কোটি বাড়ি উপকৃত হয়েছে। ২০১৮-র ১৮ অক্টোবর পর্যন্ত ৩১,০৩,৬৯,২১৮ টি এলইডি বাল্ব বন্টন করা হয়েছে।

২০১৫-র ৫ জানুয়ারি উজ্জ্বলা প্রকল্পের সূচনা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন টার্গেট নেওয়া হয়েছিল, ৭৭ কোটি বাল্ব বদল করে এলইডি বাল্ব দেওয়া হবে। এলইডি বাল্ব বন্টনের ফলে দেশে বছরে ৩,২৪৪ কোটি কিলোওয়াট আওয়ারের সাশ্রয় হয়েছে। এবং সর্বোচ্চ চাহিদার সময়ে ৬, ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ বাঁচানো গিয়েছে।

জিএসটি চালু হওয়ায় কমেছে এলইডির খরচ! উপকৃত দেশের মধ্যবিত্ত শ্রেণী

গ্রাহকের বিদ্যুতের বিলে যেমন বাৎসরিক ১২,৯৬৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে, ঠিক তেমনই প্রতিবছর ২.৬২ কোটি টন কার্বন-ডাই-অক্সাইডের নির্গমণ কম হচ্ছে।

জিএসটি হল অপ্রত্যক্ষ কর, যা দেশে কোনও জিনিসের উৎপাদন ও বন্টনের বিভিন্ন ধাপে প্রয়োগ করা হয়ে থাকে। কর সংগ্রহের ক্ষেত্রে এর ৫ টি ধাপ রয়েছে। ০%, ৫%, ১২%, ১৮% এবং ২৮%। যদিও পেট্রোলিয়াম প্রোডাক্ট, অ্যালকহোলিক ড্রিঙ্কস এবং বিদ্যুতের ওপর জিএসটি কার্যকর করা হয়নি।

English summary
Due to GST effect LED bulbs become cheaper
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X