For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছুটি ফাঁদে অযোধ্যা মামলা! নয়া বেঞ্চের হাতেই 'সুপ্রিম' শুনানির ভাগ্য

দিওয়ালি, বড়দিন, নতুন বছরের শুরু মিলিয়ে সুপ্রিম কোর্টের ছুটির হিসেব করলে দেখা যাচ্ছে ২৯ অক্টোবর থেকে ১ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ আদালতে কাজের জন্য আছে মাত্র ২৭ দিন।

  • |
Google Oneindia Bengali News

সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, জানুয়ারিতে অযোধ্যা মামলার জন্য নতুন বেঞ্চ গঠন করা হবে। আর নতুন বেঞ্চই ঠিক করবে শুনানির তারিখ। তবে দিওয়ালি, বড়দিন, নতুন বছরের শুরু মিলিয়ে সুপ্রিম কোর্টের ছুটির হিসেব করলে দেখা যাচ্ছে ২৯ অক্টোবর থেকে ১ জানুয়ারির মধ্যে সর্বোচ্চ আদালতে কাজের জন্য আছে মাত্র ২৭ দিন।

ছুটি ফাঁদে অযোধ্যা মামলা! নয়া বেঞ্চের হাতেই সুপ্রিম শুনানির ভাগ্য

আদালতে উত্তর প্রদেশের সরকারের তরফে যখন বলা হয় বিষয়টি ১০০ বছরের পুরনো ইস্যু। সরকারের তরফে বিষয়টিকে অগ্রাধিকারের ভিত্তিতে দেখা উচিত। সেই সময় প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেন, তাঁদের কাছে অন্য অগ্রাধিকারের বিষয় রয়েছে।

ছুটি ফাঁদে অযোধ্যা মামলা! নয়া বেঞ্চের হাতেই সুপ্রিম শুনানির ভাগ্য

সুপ্রিম কোর্টের সামনে শুধু অযোধ্যা মামলাই নয়, রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ মামলা। আক্ষরিক অর্থে মামলার পাহাড়। কাজের যেমন চাপ রয়েছে, সেখানে রয়েছে ছুটির চাপও। সর্বোচ্চ আদালতের ক্যালেন্ডার থেকে দেখা যাচ্ছে, শনিবার-রবিবার ধরলে ৪ নভেম্বর থেকে সেখানকার দিওয়ালির ছুটি শুরু হয়ে যাচ্ছে। চলবে ১০ তারিখ পর্যন্ত। এছাড়াও ২১ নভেম্বর রয়েছে ফতোয়া দোহাজ দহম এবং ২৩ নভেম্বর গুরুনানকের জন্মদিন।
সর্বোচ্চ আদালতে বড়দিন ও নতুন বছরের ছুটি শুরু হয়ে ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে। ক্যালেন্ডার থেকে দেখা যাচ্ছে ১৬ থেকে শুরু হয়ে ছুটি চলবে একেবার ৩১ ডিসেম্বর পর্যন্ত।

ফলে ছুটির চাপেই অযোধ্যা মামলার শুনানি নতুন বেঞ্চের মাধ্যমে নতুন বছরে নিয়ে যাওয়া হল কিনা তা নিয়ে চলছে গুঞ্জন।

English summary
Due to Diwali holidays and Christmas, New year vacation, the SC will be working on 27 days from 29th October to 1st Jan, 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X