আয়কর জমার সময়সীমা বাড়াল কেন্দ্র, TDS-এ বড় ছাড়! কী জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন?
করোনা পরিস্থিতি ও দেশজুড়ে চলা লকডাউনের কারণে বাড়তে থাকা সমস্যা মোকাবিলায় গতকালই ২০ লক্ষ কোটি টাকার বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আত্মনির্ভর ভারত গড়ার এই প্যাকেজ দেশের গরিব, ভিনরাজ্য ফেরত শ্রমিক, সংগঠিত-অসংগঠিত সেক্টরের মানুষ, প্রত্যেকের কথা ভেবে করা হয়েছে বলেও জানিয়েছিলেন মোদী। তবে সেই প্যাকেজের বিশদ বিবরণ তিনি দেননি। জানিয়ে দিয়েছিলেন প্যাকেজের বিস্তারিত খতিয়ান তুলে ধরবেন অর্থমন্ত্রী।

আয়কর রিটার্নের শেষ তারিখ কবে?
সেই মতোই এদিন আর্থিক প্যাকেজের বিস্তারিত বিবরণ তুলে ধরেন অর্থমন্ত্রী। এদিন বেশ কয়েকটি খাতের ক্ষেত্রে বড় বড় ঘোষণা করেন তিনি। মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আয়কর সংক্রান্ত ঘোষণা করতে গিয়ে তিনি বলেন, 'অর্থবর্ষ ২০১৯-২০ সালের জন্য আয়কর জমার শেষ তারিখ ৩১ জুলাই ২০২০ থেকে বাড়িয়ে ৩০ নভেম্বর ২০২০ করে দেওয়া হয়েছে। এবং ট্যাক্স অডিটের ক্ষেত্রে তা ৩০ সেপ্টেম্বর ২০২০ থেকে বাড়িয়ে ৩১ অক্টোবর ২০২০ করা হয়েছে।'

বদলাচ্ছে টিডিএস-এর নিয়ম
এদিকে বৃহস্পতিবার থেকেই বদলাচ্ছে টিডিএস-এর নিয়ম। মার্চের ২০২১ সাল পর্যন্ত চলতি হারের উপর ২৫ শতাংশ ছাড় টিডিএস-এ। এতে ৫০ হাজার কোটি টাকার সাশ্রয় হবে বলে জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

যেই চারটি বিষয়ের উপর গুরুত্ব
অর্থ প্যাকেজ ঘোষণা করতে গিয়ে এদিন অর্থমন্ত্রী প্রথমেই বলেন, 'নানা মন্ত্রক ও প্রধানমন্ত্রীর সঙ্গে দীর্ঘ আলোচনার পর এই প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাঁচটি স্তম্ভ অর্থনীতি, জনসংখ্যা, চাহিদা, ব্যবস্থা ও পরিকাঠামোর উপর ভিত্তি করেই আমরা আত্মনির্ভর ভারতের লক্ষ্যে এগিয়ে যাব। মূলত ভূমি, শ্রমিক, নগদ অর্থ, ও আইন এই চারটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এই প্যাকেজে।'

অর্থমন্ত্রীর গলায় ভোকাল ফর লোকালের সুর
এদিন প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকালের সুরেই অর্থমন্ত্রী বলেন, 'এক আত্মনির্ভর ভারত গড়ে তোলার ডাক দেওয়া হয়েছে। এর নাম দেওয়া হয়েছে আত্মনির্ভর ভারত অভিযান। আত্মনির্ভর-এই শব্দটা আপনারা আমায় ঘনঘন বলতে শুনবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি দৃষ্টিভঙ্গি উপস্থাপিত করেছেন। সমাজের বিভিন্ন অংশের সঙ্গে বিস্তৃত ও গভীর আলোচনার পরে এই দৃষ্টিভঙ্গি স্থাপন করা হয়েছে।'
মোদীর ঘোষিত করোনা আর্থিক প্যাকেজ দেখে মুখ ভার ইমরানের! কেন ঈর্ষান্বিত পাকিস্তান?