For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আয়কর রিটার্ন ফাইল করার শেষ দিন পিছলো, টুইটে কী বলল মন্ত্রক

আয়কর রিটার্ন দাখিলের শেষ তারিখ ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

Google Oneindia Bengali News

ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করার শেষ তারিখ একমাস পিছিয়ে দেওয়া হল। দ্য় সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস জানিয়েছে ৩১ জুলাইয়ের বদলে ৩১ আগস্ট নির্ধারিত হয়েছে ট্য়াক্স ফাইল করার শেষ তারিখ হিসেবে। তবে সবার জন্য নয়, কয়েকটি নির্দিষ্ট ক্যাটেগরির করদাতারাই এই সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

আয়কর রিটার্ণ ফাইল করার শেষ দিন পিছলো

এদিন অর্থমন্ত্রক তাদের সরকারি টুইট অ্যাকাউন্টে এই তথ্য জানায়। টুইটে মন্ত্রক বলেছে কয়েকটি ক্যাটেগরির জন্য ২০১৮-১৯ সালের ইনকাম ট্যাক্স রিটার্নের শেষদিন ৩১ আগস্ট ধার্য করা হয়েছে। আবার তারপরেই আরেকটি টুইটে বলা হয় ২০১৮-১৯ সালের ইনকাম ট্যাক্স রিটার্নের শেষদিন ৩১ জুলাই থাকছে।

তবে সেই ক্যাটেগরিতে কারা পড়বেন, সে বিষযে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রক। এনিয়ে চরম বিভ্রান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে অনেকের অনুমান, কর্পোরেট অ্যাসেস, নন কর্পোরেট অ্যাসেস, কোনও ফার্মের ওয়ার্কিং পার্টনার ও ৯২ বি ধারায় যাদের রিপোর্ট দিতে হয় তাদের ক্ষেত্রে শেষ তারিখ ৩১ জুলাই থাকছে। ১৩১ (১) ধারার আওতায় যারা ট্যাক্স ফাইল করেন, তাদের ক্ষেত্রে শেষ তারিখটি পিছনো হয়েছে।

English summary
Due date for filing of Income Tax Returns extended to 31st August.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X