For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জলে অক্সিজেন বাড়িয়ে দেয় হাঁস, ফলে বাড়ে মাছের সংখ্যা', বিপ্লব দেবের নয়া মন্তব্যে ফের বিতর্ক

এপর্যন্ত বহু বার বহু মন্তব্যের জেরে খবরের শিরোনামে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব। শেষবার সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে সিভিল সার্ভিসেস -এ যোগ দেওয়ার কথা বলেন।

  • |
Google Oneindia Bengali News

এপর্যন্ত বহু বার বহু মন্তব্যের জেরে খবরের শিরোনামে আসেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা বিপ্লব দেব। শেষবার সিভিল ইঞ্জিনিয়ারদের নিয়ে সিভিল সার্ভিসেস -এ যোগ দেওয়ার কথা বলেন। আর এবার প্রসঙ্গ হাঁস!

জলে অক্সিজেন বাড়িয়ে দেয় হাঁস, ফলে বাড়ে মাছের সংখ্যা, বিপ্লব দেবের নয়া মন্তব্যে ফের বিতর্ক

ত্রিপুরার রুদ্রসাগরে একটি নৌকা প্রতিযোগিতার অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেরাজ্যের মুখ্য়মন্ত্রী বিল্পব দেব। তিনি বলেন, 'হাঁস যখন জলে সাঁতার কাটে তখন ওই জলাশয়ে অক্সিজেনের পরিমাণ বেড়ে যায়। আর অক্সিজেন বাড়ার ফলে মাছের সংখ্যা সেখানে বেড়ে যায়। ' পাশাপাশি এদিনের সভায় তিনি ঘোষণা করেন মৎসচাষে অগ্রগতি আনতে তিনি ৫০,০০০ সাদা হাঁস তিনি মৎসজীবীদের হাতে তুলে দেবেন।

বিপ্লব দেবের দাবি , যে বাড়িতে হাঁস মুরগি পোষা হয়, সেই বাড়ির শিশুরা বাড়তি প্রোটিন , ভিটামিন পায় সহদে। আগে গ্রামের সংস্কৃতি ছিল হাঁস মুরগি পোষা, তবে গত ২৫ বছর ধরে সেই সংস্কৃতি আর দেখা যায় না। এদিকে জুলজির অধ্যাপক জ্যোতিপ্রকাশ চৌধুরীর বক্তব্য, প্রযুক্তিগতভাবে জলে অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তোলা সম্ভব। তবে হাঁস দিয়ে জলের অক্সিজেনের পরিমাণ বাড়িয়ে তোলা অবৈজ্ঞানিক। উল্লেখ্য, ডায়না হেডেন-ঐশ্বর্য, মহাভারতের যুগে ইন্টারনেট আবিষ্কার সহ একাধিক মন্তব্যের জেরে বহুবার এর আগে বিতর্কে আসেন বিজেপি শাসিত ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

English summary
Ducks raise oxygen level in water bodies says Tripura CM Biplab Deb.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X