For Quick Alerts
For Daily Alerts
পাঁচিলে ধাক্কা দুবাইগামী বিমানের, মুম্বইয়ে জরুরি অবতরণ ঘিরে চাঞ্চল্য
অল্পের জন্য রক্ষা পেল ত্রিচি থেকে দুবাইগামী এয়ার ইন্ডিয়ার বিমান। রানওয়ে থেকে বিমান ছাড়ার সময় বিমানবন্দরে দেওয়ালে গিয়ে এয়ার ইন্ডিয়ার ওই বিমানটি ধাক্কা মারে বিমানবন্দরের দেওয়ালে।

বিমানে ১৩৬ জন যাত্রী ছিলেন। জানা গিয়েছে,যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছেন। তবে আচমকা ওই বিমান এভাবে বিমানবন্দরের দেওয়ালে ধাক্কা মারায় রীতিমত চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পরে ওই বিমানকে মুম্বইতে জরুরি অবতরণ করানো হয়। দুর্ঘটনার ফলে বিমানের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় বলে খবর।
আপাতত বিমানটি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তপক্ষ।