For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে ভারতে, ভবিষ্যদ্বাণী হাওয়া অফিসের

এবছর স্বাভাবিকের চেয়ে ৫ শতাংশ কম বৃষ্টিপাত হতে পারে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৮৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে। তা স্বাভাবিকের চেয়ে কম বলে ধরে নেওয়া হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৭ মার্চ : চৈত্র মাস পড়তে না পড়তেই গ্রীষ্মের কাঠফাটা রোদে রাস্তায় বেরোলেই হাঁসফাঁস শুরু হয়ে গিয়েছে আমজনতার। দিন যত এগোবে, দাবদাহ তত বাড়বে, আর ততই মানুষের অবস্থা বেহাল হবে। এই অবস্থায় আবহাওয়াবিদদের ভবিষ্যদ্বাণী আশঙ্কাকে আরও তীব্র করল।

জানা গিয়েছে, এবছর স্বাভাবিকের চেয়ে ৫ শতাংশ কম বৃষ্টিপাত হতে পারে। জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ৮৮৭ মিলিমিটার বৃষ্টিপাত হবে বলে মনে করা হচ্ছে। তা স্বাভাবিকের চেয়ে কম বলে ধরে নেওয়া হচ্ছে।

স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হবে ভারতে

Skymet Weather এর তথ্য বলছে, এবছর একেবারেই সুযোগ নেই অতিরিক্ত বৃষ্টিরপাতের। তবে স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি বৃষ্টি কিছু জায়গায় হতে পারে। মোটর উপরে ঘাটতিই থাকবে। কারণ স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা শতকরা ৫০ শতাংশ। এছাড়া ২৫ শতাংশ সম্ভাবনা রয়েছে স্বাভাবিকের চেয়ে কিছুটা বৃষ্টিপাত কম হওয়ার।

বেশি সময়ের গড় ধরে বৃষ্টিপাতের পরিমাণ ৯০ শতাংশের কম হলে কিছু জায়গায় খরার আশঙ্কা রয়েছে। বলা হচ্ছে, জুন মাসে ১৬৪ মিলি., জুলাইয়ে ২৮৯ মিলি., অগাস্টে ২৬১ মিলি. ও সেপ্টেম্বরে ১৭৩ মিলিলিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

English summary
Dry spell ahead, Skymet predicts below normal monsoon for India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X