For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার দ্বিতীয় স্রোতের মাঝে জাইডাসের 'ভিরাফিন' পেল আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র, চিকিৎসায় মিলবে কোন সুবিধা

করোনার দ্বিতীয় স্রোতের মাঝে জাইডাসের 'ভিরাফিন' পেল আপৎকালীন ব্যবহারে ছাড়পত্র, চিকিৎসায় মিলবে কোন সুবিধা

  • |
Google Oneindia Bengali News

জাইডাস ক্যাডিলার তরফে জানানো হয়েছে, ভারতের 'ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া'র তরফে তারা ছাড়পত্র পেয়েছে ভিরাফিনের আপৎকালীন ব্যবহারের জন্য । অ্যান্টিভাইরাল ড্রাগ হিসাবে পরিচিত ভিরাফিন, কোভিড পরিস্থিতি মোকাবিলায় ভারতের চিকিৎসা পদ্ধতিতে উৎকর্ষ নিয়ে আসতে পারে বলে মনে করা হচ্ছে।

কেন কার্যকরী ভিরাফিন?

কেন কার্যকরী ভিরাফিন?

প্রসঙ্গত 'ভিরাফিন' এর তৃতীয় ক্লিনিক্যাল ট্রায়ালে এটি রোগীদের সুশ্রুষায় কার্যকরী ভূমিকা পালন করেছে। কোভিড রোগীরা এই ড্রাগের ওষুধে সুস্থতার দিকে এগিয়েছেন দ্রুত। এমনই দাবি সংস্থার। সংস্থার তরফে জানানো হয়েছে ভিরাফিনের প্রয়োগে কোভিড রোগীরা দ্রুত সেরে উঠবেন। তবে চিকিৎসকের প্রেসক্রিপশান ছাড়া এই ওষুধ রোগীর ওপর প্রয়োগ করা অনুচিত বলে জানিয়েছে সংস্থা।

ভিরাফিনের প্রয়োজনীয়তা

ভিরাফিনের প্রয়োজনীয়তা

প্রসঙ্গত ,সংস্থার দাবি কোভিড উপসর্গ অল্প থাকতেই এই ওষুধ প্রয়োগ করা উচিত। ভারতের ২০ থেকে ২৫ টি সেন্টারে দেখা গিয়েছে ভিরাফিনের প্রয়োগে অক্সিজেনের সাপোর্ট প্রয়োজন হয়নি। শ্বাসকষ্টের সমস্যা কাটাতে ভিরাফিনের ভূমিকা অপরিহার্য বলে দাবি করা হচ্ছে। প্রসঙ্গত, দেশে অক্সিজেনের অপ্রতুলতা যেভাবে মাথা চাড়া দিচ্ছে তাতে এই ড্রাগ ছাড়পত্র পাওয়া একটি তাৎপর্যপূর্ণ ঘটনা।

 ভারত ও করোনা পরিস্থিতি

ভারত ও করোনা পরিস্থিতি

প্রসঙ্গত, ভারতে এই মুহূর্তে হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৩.৩২ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যাও ২ হাজারের অধীক। সেই জায়গা থেকে রোগীদের চিকিৎসায় জাইডাসের এই ওষুধ কতটা কার্যকরী ভূমিকা পালন করে, সেদিকে দিয়ে এই ড্রাগের ব্যবহার অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ। গতকাল যেখানে ছিল ৩ লক্ষ ১৪ হাজাের কিছু বেশি। উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সেই সংখ্যা এক ধাক্কায় বেড়ে হয়েছে ৩ লক্ষ ৩২ হাজার ৭৩০। গত ২৪ ঘণ্টায় দেশে মারা গিয়েছেন ২২৬৩ জন।

English summary
Drugs Controller General of India (DGCI) approves emergency use for Zydus's Virafin
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X