For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Drug Trafficking-এ বড়সড় চক্র ফাঁস করল পুলিশ! জালে পুলিশ সহ ১৭ জন

Drug Trafficking-এ বড়সড় চক্র ফাঁস করল পুলিশ! জালে পুলিশ সহ ১৭ জন

  • |
Google Oneindia Bengali News

পাকিস্তান থেকে আসা মাদক চক্রের বড়সড় কেলেঙ্কারি (Jammu-Kashmir Drug Trafficking) ফাঁস করল জম্মু-কাশ্মীর পুলিশ। কার্যত বড় মডিউলকে ধরে ফেলেছেন সে রাজ্যের পুলিশ আধিকারিকরা। ঘটনায় এখনও পর্যন্ত এই ঘটনায় ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তাৎপর্যপূর্ণ ভাবে পাঁচ পুলিশ কর্মী রয়েছে বলে জানা যাচ্ছে। ড্রাগ ট্রাফিকিংয়ের ক্ষেত্রে এই গ্রেফতার জম্মু-কাশ্মীর পুলিশের বড়সড় সাফল্য বলেই মনে করা হচ্ছে।

Drug Trafficking-এ বড়সড় চক্র ফাঁস করল পুলিশ! জালে পুলিশ সহ ১৭ জন

স্থানীয় পুলিশ আধিকারিকরা জানিয়েছে, বড়সড় মডিউল নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে মাদক চোরাচালান করত। এরপর কাশ্মীরের বিভিন্ন অংশে তা ছড়িয়ে দিত বলে দাবি পুলিশ আধিকারিকদের। শুধু তাই নয়, এই ড্রাগ পাকিস্তান থেকে কুপওয়ারা জেলার কেরান সেক্টর হয়ে ছড়িয়ে পড়ত বলেও দাবি পুলিশ আধিকারিকদের।

কুপওয়ারা জেলার সুপারিনটেনডেন্ট (এসএসপি) যুগল কুমার মানহাস জানিয়েছেন, মাদক পাচার রুখতে বড়সড় সাফল্য পেয়েছে পুলিশ। বড়সড় চক্রকে হাতেনাতে ধরা হয়েছে বলে দাবি পুলিশ আধিকারিকের। শুধু তাই নয়, ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছেন যুগল কুমার মানহাস। ধৃতদের মধ্যে রয়েছে ৫ পুলিশ সদস্য, একজন দোকানদার, একজন রাজনৈতিক কর্মী ও একজন ঠিকাদার আছে বলে জানিয়েছেন ওই পুলিশ কর্তা।

ইতিমধ্যে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানানো হয়েছে। ধৃতদের জেরা করে ড্রাগ নিয়ে আরও তথ্য পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। তবে তদন্তকারীরা জানতে পেরেছেন, মাদন কেলেঙ্কারির পিছনে বড়সড় একটা নেটওয়ার্ক কাজ করছে। অন্যদিকে ধৃতদের কাছ থেকে এখনও পর্যন্ত দু'কিলো হিরোইন উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের। জম্মু-কাশ্মীরে মাদকের কারবার রীতিমত পুলিশের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কড়া নিরাপত্তার আড়ালেই চলে এই কারবার। অনেক ক্ষেত্রে ড্রোনের মাধ্যমেও চলছে ড্রাগ পাচার। তবে এই অবস্থায় ১৭ জনকে গ্রেফতার বড়সড় সাফল্য হিসাবেই দেখা হচ্ছে।

English summary
Drug racket bust, has link with Pakistan, 17 arrested, 5 cops among them
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X