For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আপনি কি ওলা, উবারের ওপর নির্ভরশীল? রবিবার থেকে বিপাকে পড়তে পারেন

ধর্মঘটের হুমকি দিলেন উবার ও ওলা চালকরা। ১৮ মার্চ মধ্যরাত থেকে এই ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। মুম্বই, নতুন দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনের মতো শহরগুলিতে এই ধর্মঘটে সামিল হবেন চালকরা।

  • |
Google Oneindia Bengali News

ধর্মঘটের হুমকি দিলেন উবার ও ওলা চালকরা। ১৮ মার্চ মধ্যরাত থেকে এই ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে। মুম্বই, নতুন দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুনের মতো শহরগুলিতে এই ধর্মঘটে সামিল হবেন চালকরা।

আপনি কি ওলা, উবারের ওপর নির্ভরশীল? রবিবার থেকে বিপাকে পড়তে পারেন

উবার এবং ওলার তরফে থেকে চালকদের যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা তাঁরা পাচ্ছেন না। পাঁচ থেকে সাত লক্ষ টাকা বিনিয়োগের পর তাঁরা ভেবেছিলেন মাসে ১.৫ লক্ষ টাকা উপার্জন করতে পারবেন। এই মুহূর্তে এর অর্ধেকও উপার্জন সম্ভব হচ্ছে না বলে দাবি করা হয়েছে চালকদের তরফে। চালকদের তরফে কোম্পানিগুলির অব্যবস্থাকেই দায়ী করা হয়েছে। মহারাষ্ট্র নবনির্মাণ বাহাতুক সেনার তরফে সঞ্জয় নায়েক এই অভিযোগ করেছেন। এই সংগঠনটিই ধর্মঘটের ডাক দিয়েছে।

নায়েকের আরও অভিযোগ, ট্যাক্সি ভাড়া করা কোম্পানিগুলিকে আগে সুযোগ দেওয়া হচ্ছে। এক্ষেত্রে বঞ্চিত হচ্ছেন যেসব গাড়ির মালিক চালকরাই, তাঁরা।
শুধুমাত্র মুম্বইয়ে উবার ও ওলায় যেখানে প্রায় ৪৫ হাজার ক্যাব চলত, সেখানে এই মুহূর্তে মাত্র ২০ শতাংশ গাড়ি রাস্তায় রয়েছে।

যদি তাঁদের দাবি মানা না হয়, তাহলে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দেওয়া হয়েছে সংগঠনের তরফে। সংগঠনের তরফে জানানো হয়েছে, এমএনএস নেতা রাজ থ্যাকারেকে বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে অনুরোধ করা হয়েছে। ওলা, উবারের অন্য সংগঠনগুলিও তাদের ধর্মঘটকে সমর্থন জানিয়েছে বলে দাবি করেছেন মহারাষ্ট্র নবনির্মাণ বাহাতুক সেনার তরফে সঞ্জয় নায়েক।
রাজ্যের পরিবহণ দফতরের কাছে ট্যাক্সি ভাড়া করে কাজ চালানো কোম্পানিগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি করা হয়েছে। কেননা, তারা পারমিট সংক্রান্ত বিভিন্ন আইন অমান্য করে বলে অভিযোগ করা হয়েছে।

English summary
Drivers of cab aggregators Ubar and Ola have threatened to go on indefinite strike from Sunday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X