For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পুজোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফাঁড়া এড়াল কাটিহার স্টেশন, দেখুন ভিডিও

কাটিহার স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপর রাখা জেসিবি ওভারহেড তারের সঙ্গে ঠেকে গিয়ে আগুন ধরে গেল জেসিবিতে, ঘটনাস্থলেই মৃত্যু হয় জেসিবি চালকের।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে বেঁচে গেল বিহারের কাটিহার স্টেশন। অবশ্য প্রাণহানি এড়ানো গেল না। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা মালগাড়ির ওপর রাখা জেসিবি ওভারহেড তারের সঙ্গে ঠেকে গিয়ে আগুন ধরে গেল জেসিবিতে। ঘটনাস্থলেই মৃত্যু হয় জেসিবি চালকের। গুরুতর অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে জেসিবির খালাসিকে। তবে পাশেই দাঁড়িয়ে থাকা একটি ডিজেল ট্যাঙ্কারকে দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হয়েছে। ফলে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আগুন ছড়িয়েও পড়তে দেওয়া হয়নি।

পুজোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফাঁড়া এড়াল কাটিহার স্টেশন, দেখুন ভিডিও

ঘটনাটি ঘটেছে রবিবার। একটি জেসিবিকে মেরামতির জন্য মালগাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছিল। কাটিহার স্টেশনের ৪ নং প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল মালগাড়িটি। পাশের লাইনেই দাঁড়িয়েছিল একটি ডিজেল ট্যাঙ্কার মালগাড়ি। আচমকাই জেসিবির মাথা ঠেকে যায় ওভারহেড তারে। মুহূর্তের মধ্যেই দাউদাউ করে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই জেসিবি চালক বিনোদ কুমারের পুড়ে মৃত্যু হয়। এদিকে স্টেশনের মধ্যেই এই অগ্নিকাণ্ডে হুলস্থুল পড়ে যায়। দেখুন সেই ভিডিও-

এই অগ্নিকাণ্ডের পর অত্যন্ত তৎপরতার সঙ্গে পাশের ডিজেল ট্যাঙ্কার বোঝাই মালগাড়িটিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দমকলের চারটি ইঞ্জিন কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর বেশ কিছুক্ষণের জন্য় ট্রেন চলাচল বিপর্যস্ত হয়ে পড়ে। তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ।

English summary
JCB laden on a goods train catches fire at Katihar station, the top of the JCB reportedly touches overhead wire, driver charred to death
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X