For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএলের টাইটেল স্পনসরের নির্বাচন মোদীর 'আত্মনির্ভর ভারত'-এ কুঠারাঘাত!

আইপিএলের টাইটেল স্পনসরার নির্বাচন মোদীর 'আত্মনির্ভর ভারত'-এ কুঠারাঘাত!

  • |
Google Oneindia Bengali News

ভিভোর পরিবর্তে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসর হিসেবে ড্রিম ইলেভেনকে বেছেছে বিসিসিআই। কিন্তু এই সিদ্ধান্ত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'আত্মনির্ভর ভারত'-এর ভাবনায় আঘাত করে বলে মনে করেন ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য বর্মা। তিনি নিজের বক্তব্যের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন।

আইপিএলের টাইটেল স্পনসরের নির্বাচন মোদীর আত্মনির্ভর ভারত-এ কুঠারাঘাত!

আদিত্য বর্মার দাবি, চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ পাওয়া ড্রিম ইলেভেন আদতে চিনা সংস্থা। এই অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থায় বিনিয়োগ করা কোম্পানিগুলিও চিনেরই বলে দাবি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিবের। তাঁর বক্তব্য, ঠিক যে কারণে চিনা সংস্থা ভিভোর সঙ্গে বিসিসিআইয়ের সম্পর্ক ছিন্ন হয়েছে, ড্রিম ইলেভেনের ক্ষেত্রেও একই সমস্যা বিদ্যমান।

সীমান্ত সমস্যাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক চাপানউতোরে চলতি বছরের আইপিএলের টাইটেল স্পনসরশিপ ছেড়ে দিয়েছে ভিভো। চিনা সংস্থার পরিবর্ত খুঁজতে দরপত্র আহ্বান করেছিল বিসিসিআই। ২২২ কোটি টাকা দর হাঁকিয়ে আইপিএলের টাইটেল স্পনসরশিপের দায়িত্ব পেয়েছে ড্রিম ইলেভেন। আর এখানেই আপত্তি ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বিহারের সচিব আদিত্য বর্মার।

জানা গিয়েছে, স্টিডভিউ, কালারি ক্যাপিটাল, থিঙ্ক ইনভেস্টমেন্টস, মাল্টিপলস ইকুইটি এবং টেন্সেন্টের মতো সংস্থা ড্রিম ইলেভেনে বিনিয়োগ করে। সেগুলি চিনা ফার্ম বলেই জানা গিয়েছে। পাশাপাশি ভারতীয় অনলাইন ফ্যান্টাসি গেমিং সংস্থার ১০ শতাংশ স্টেক কিনে বসে থাকা শেনজেনও চিনা যে চিনা সংস্থা, তা আর জানতে কারও বাকি নেই। পাশাপাশি ড্রিম ইলেভেনের ২০ থেকে ২৫ শতাংশ শেয়ার চিনা টেকনোলজি জায়ান্ট টেকনেটের হাতে রয়েছে বলেও জানানো হয়েছে।

English summary
Dream11 as IPL 2020 title sponsor is against the 'Atma Nirbhar Bharat' vision of PM Narendra Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X