For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড় সাফল্য ভারতীয় সেনার, কাশ্মীরে নিহত অন্যতম শীর্ষ জঙ্গি

লস্কর-ই-ইসলামের শীর্ষ কম্যান্ডার আবদুল কায়ুম নজরকে গুলিতে করে নিকেশ করল ভারতীয় সেনা।

  • |
Google Oneindia Bengali News

লস্কর-ই-ইসলামের শীর্ষ কম্যান্ডার আবদুল কায়ুম নজরকে গুলিতে করে নিকেশ করল ভারতীয় সেনা। উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলায় সীমান্ত এলাকায় সেনার সঙ্গে বন্দুকের লড়াইয়ে নেমে নজরের মৃত্যু হয়েছে।

কাশ্মীরে সেনার গুলিতে নিহত অন্যতম শীর্ষ জঙ্গি কায়ুম নজর

ভারতীয় সেনার এক আধিকারিক জানিয়েছেন, নজর উরির লাচিপোরায় জোরাওয়ার সেক্টরে সেনার সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে। কাশ্মীরের সবচেয়ে প্রবীণ জঙ্গিদের মধ্যে একজন ছিল আবদুল কায়ুম নজর।

সেনা সূত্রে খবর, এদিন পাকিস্তানের দিক থেকে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশ করছিল নজর। তখনই ভারতীয় সেনার সঙ্গে গুলির লড়াইয়ে তাঁর মৃত্যু হয়।

এর আগে হিজবুল মুজাহিদিন জঙ্গিগোষ্ঠীর সঙ্গে জড়িত ছিল নজর। পরে সেই দল ভেঙে বেরিয়ে এসে নিজের জঙ্গি দল লস্কর-ই-ইসলাম তৈরি করে। তাকে হিজবুল থেকে বহিষ্কার করেছিল সঈদ সালাহউদ্দিন।

কায়ুম নজরের নামে ১০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা ছিল। সোপোরের বাসিন্দা নজর মাত্র ১৬ বছর বয়সে জঙ্গিদলে নাম লেখায়। ১৯৯২ সালে সে গ্রেফতার হয়। পরে ছাড়া পেয়ে যায়।

English summary
Dreaded terrorist Abdul Qayoom Najar killed in Uri, Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X