For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত মহাসাগরে ১২০ টি যুদ্ধ জাহাজ! ডিআরডিও সাব-মেশিন ঘিরেও প্রস্তুতি তুঙ্গে

ভারত মহাসাগরে ১২০ টি যুদ্ধ জাহাজ! ডিআরডিও সাব-মেশিন ঘিরেও প্রস্তুতি তুঙ্গে

  • |
Google Oneindia Bengali News

ভারত-চিন লাদাখ আবহে সংঘাতের যে প্রবল রূপ দেখা গিয়েছিল আগে , তা কার্যত এখন শীতকালীন পরিস্থিতিতে রীতিমতো সুপ্ত। তবে লাদাখ সংঘাতের আবহে ভারত মোটেও নিরাপত্তা নিয়ে কোও প্রকার সমঝোতার রাস্তায় যেতে রাজি নয়। ডিআরডিও থেকে শুরু করে সামরিক শক্তির একাধিক ইউনিট কোনপথে প্রস্তুতি ধরে রাখছে দেখা যাক।

সাব -মেশিনগান তৈরি

সাব -মেশিনগান তৈরি

আত্মনির্ভর ভারতের হাত ধরে ডিআরডিও এবার সাবমেশিনগান তৈরিতে সাফল্যের পথে এগিয়েছে। লাদাখ সংঘাতের আবহে সাব মেশিনগান তৈরি করে কার্যত চমক এনে দিয়েছে ডিআরডিও। লাদাখ আবহে এই মেশিনগান রীতিমতো তাৎপর্যবাহী বলে মনে করা হচ্ছে।

 গ্যাস চালিত অস্ত্র!

গ্যাস চালিত অস্ত্র!

জানা গিয়েছে ,৫.৫৬x৩০ মিলিমিটারের গ্যাস চালিত জয়েন্ট প্রজেক্টিভ ভেঞ্চার কার্বাইন এক মিনিটে ৭০০ রাউন্ড গুলি চালাতে পারে। আর চিনের সঙ্গে লাদাখ সংঘাতে বা কাশ্মীরের উদ্বেগজনক পরিস্থিতিতে এই অস্ত্র সেনাকে মজবুত করবে বলে মনে করা হচ্ছে।

 ভারত মহাসাগরে কেন ১২০ যুদ্ধ জাহাজ!

ভারত মহাসাগরে কেন ১২০ যুদ্ধ জাহাজ!

এদিন সিডিএস বিপিন রাওয়াত জানান, ভারত মহাসাগরে এই মুহূর্তে ১২০ টি যুদ্ধ জাহাজ রয়েছে। একাধিক মিশনে থাকা এই যুদ্ধ জাহাজগুলি নিয়ে ভরত মহাসাগর এলাকায় একাধিক উদ্যোগ নেওয়ার কাজ চলছে। তবে আপাতভাবে এই এলাকা শান্ত বলেই পরিচিত , এমনই তথ্য দেন তিনি। এরমধ্যে বহুজাহাজই এবাকার বাইরের।

 চিনের আগ্রাসন ফের নিশানায়!

চিনের আগ্রাসন ফের নিশানায়!

এদিন সিডিএস জানান, বিগত সময়ে চিন নিজের ফৌজ ক্রমাগত বাড়িয়েছে ভারত মহাসাগর এলাকায়। নিদের স্বার্থে সেখানে প্রতিযোগিতারপ আবহ গড়ে তুলে 'নীল অর্থনীতি'কে উস্কানি দিতে থেকেছে। যা নিয়ে ভারতও যে চুপ নেই তা ডিআরডিও সহ একাধিক ভারতীয় সামরিক ইউনিটের কার্যকলাপই বলে দিচ্ছে।

কৃষকদের 'বিরুদ্ধে' এবার পথে বিজেপি! কৃষি আইন নিয়ে নয়া পরিকল্পনা গেরুয়া শিবিরেরকৃষকদের 'বিরুদ্ধে' এবার পথে বিজেপি! কৃষি আইন নিয়ে নয়া পরিকল্পনা গেরুয়া শিবিরের

English summary
DRDO-designed sub-machine gun completes trails
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X