For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতি নির্বাচনে জয় নিশ্চিত! আতসবাজি থেকে আদিবাসী নাচ, মিষ্টি দিয়ে বরণ করতে প্রস্তুত দ্রৌপদী মুর্মুর গ্রাম

এদিনই রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) গণনা এবং ফল প্রকাশ হয়ে যাবে। তবে তার আগে ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জের রায়রাংপুরের বাসিন্দারা নিশ্চিত তাঁদের গ্রামের দ্রৌপদী মুর্মুই (Draupadi Murmu) দেশের ১৫ তম রাষ্ট্র

  • |
Google Oneindia Bengali News

এদিনই রাষ্ট্রপতি নির্বাচনে (Presidential Election) গণনা এবং ফল প্রকাশ হয়ে যাবে। তবে তার আগে ওড়িশার (Odisha) ময়ূরভঞ্জের রায়রাংপুরের বাসিন্দারা নিশ্চিত তাঁদের গ্রামের দ্রৌপদী মুর্মুই (Draupadi Murmu) দেশের ১৫ তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন। সেই কারণে তারা উৎসব পালন করতে আগাম প্রস্তুতিও নিয়ে রেখেছেন। তৈরি হচ্ছে মিষ্টি। গ্রামে বিজয় মিছিলের সঙ্গে আদিবাসী নৃত্যের পরিকল্পনাও করা হয়েছে।

খুশি স্থানীয়রা

খুশি স্থানীয়রা

স্থানীয় বাসিন্দারা খুশি। তাঁরা বলছেন, এটি রায়রাংপুর এবং সমগ্র ওড়িশার জন্য একটা বড় দিন। কেননা ভারতের ইতিহাসে প্রথমবার একজন আদিবাসী মহিলা রাষ্ট্রপতি হতে চলেছেন। এখানে উৎসবের পরিবেশ। ২০ হাজারমিষ্টি তৈরি হয়েছে। আতসবাজিও রেডি। হবে আদিবাসী নাচ। বের করা হবে বিজয় মিছিল।

খুশি স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক

খুশি স্কুলে প্রাক্তন প্রধান শিক্ষক

দ্রৌপদী মুর্মুর কথা স্মরণ করেছেন সেখানকার সরকারি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক। তিনি দ্রৌপদী মুর্মুর স্কুল জীবনের কথা স্মরণ করে বলেছেন, একজন মেধাবী ছাত্রী ছিলেন। মানুষের সেবা করায় উৎসাহী ছিলেন।
বিশ্বেশ্বর মহান্তি সংবাদ মাধ্যমকে বলেছেন ১৯৬৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি প্রধান শিক্ষক ছিলেন। দ্রৌপদী মুর্মুর সম্পর্কে জানতে পেরে তিনি খুবই গর্বিত। তিনি বলেছেন, একবার ছাত্রছাত্রীদের জিজ্ঞাসা করা হয়েছিল ভবিষ্যতে তাঁরা কোন পথে যেতে চান, এব্যাপারে যখন অন্যরা বিভিন্ন পেশার করা বলেছিল, সেই সময় দ্রৌপদী মুর্মু জনগণের সেবার কথা বলেছিল। তিনি আরও বলেছেন, প্রথমে রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন এবং এখন তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে যোগ দিতে চলেছেন।

খুশি স্কুলের ছাত্রছাত্রীরা

খুশি স্কুলের ছাত্রছাত্রীরা

অন্যদিকে দ্রৌপদী মুর্মুর গ্রামের স্কুলের ছাত্রছাত্রীরাও খুশি। কেননা তিনি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে যেতে চলেছেন। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, তনুশ্রী নামে এক ছাত্রী বলেছেন, তিনি ওই স্কুলেই পড়াশোনা করেছেন। সেই স্কুলের ছাত্রী রাষ্ট্রপতি হতে চলেছেন। সেটা সবার জন্যই গর্বের। আর তাঁদের কাছে স্পেশাল কারণ, একই স্কুলে পড়াশোনা। দ্রৌপদী মুর্মুর দ্বারা তাঁরা অনুপ্রাণিত বলে জানিয়েছেন তনুশ্রী।

খুশি ভাই

দ্রৌপদী মুর্মুর ভাই তারিনিসেন টুডু বলেছেন, রায়রংপুরে এখন আনন্দের পরিবেশ। কেননা দ্রৌপদী মুর্মুর জয়ের ব্যাপারে তাঁরা আশাবাদী। যে ঘটনা আদিবাসী সম্প্রজায় এবং ওড়িশা ও দেশের জন্য গর্বের বিষয়।

ভোট পড়েছে প্রায় ৯৯ শতাংশ

এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৯৯ শতাংশের মতো। সংসদ ভবনে ৭২৭ জন সাংসদ এবং নয় জন বিধায়ক মিলিয়ে ৭৩৬ জন ভোট দিয়েছেন। সংসদ ভবনে মোটচ ভোট পড়েছে ৯৮.৯১ শতাংশের মতো।
এদিন বেলা ১১ টা থেকে সংসদ ভবনের ৬৩ নম্বর ঘরে গণনা শুরু হয়েছে। এই এলাকাকে স্যানিটাউজ করে সাইলেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে।

ইডির তলবে হাজিরা সোনিয়ার! রাস্তায় নেমে বিক্ষোভ কংগ্রেসেরইডির তলবে হাজিরা সোনিয়ার! রাস্তায় নেমে বিক্ষোভ কংগ্রেসের

English summary
Draupadi Murmu's birth place in Mayurbhange in Odisha is ready to celebrate after presidential election result out
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X