For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিরাপত্তায় সর্বোচ্চ Z+ নিরাপত্তা! রাজনৈতিক দলগুলি'র সমর্থন চেয়ে বার্তা দ্রৌপদী'র

মঙ্গলবারই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু'র নাম ঘোষণা করা হয়েছে। যদিও এর আগে দফায় দফায় আলোচনা করে বিজেপি'র সংসদীয় কমিটি। আর এই দীর্ঘ আলোচনার পরেই দ্রৌপদীর নামেই শিলমোহর দেয় মোদী-শাহ'রা। যা কার্যত বিজেপি'র মাস

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলবারই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসাবে দ্রৌপদী মুর্মু'র নাম ঘোষণা করা হয়েছে। যদিও এর আগে দফায় দফায় আলোচনা করে বিজেপি'র সংসদীয় কমিটি। আর এই দীর্ঘ আলোচনার পরেই দ্রৌপদীর নামেই শিলমোহর দেয় মোদী-শাহ'রা। যা কার্যত বিজেপি'র মাস্টারস্ট্রোক বলেই দাবি করা হচ্ছে।

অন্যদিকে নাম ঘোষণা হতেই রাতেই দ্রৌপদী'র বাড়িতে অনুগামীদের ভিড় বাড়তে থাকে। শুভেচ্ছ জানাতে বহু মানুষ জড়ো হন। এমনকি আজ বুধবার সকাল থেকেও ভিড় তাঁর বাড়িতে।

Z+ নিরাপত্তার মোড়কে দ্রৌপদী

Z+ নিরাপত্তার মোড়কে দ্রৌপদী

বিজেপির তরফে দ্রৌপদীর নাম ঘোষণা হওয়ার পর থেকেই ভিড়। প্রশ্নের মুখে সুরক্ষা। এই অবস্থায় দেশের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা Z+ নিরাপত্তা দ্রৌপদীকে দেওয়া হল। রাতেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এই সংক্রান্ত নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপরেই সকাল থেকে সিআরপিএফ কমান্ডো দিয়ে মুড়ে দেওয়া হয়েছে বিজেপি'র রাষ্ট্রপতি পদ প্রার্থীকে। কাউকে তাঁর সামনে ঘেষতে দেওয়া হচ্ছে না বলেই জানা গিয়েছে। এমনকি দ্রৌপদী'র বাড়িও সিআরপিএফের কমা ন্ডোরা ঘিরে রেখেছে বলে জানা যাচ্ছে।

নাম ঘোষণা হওয়ার পর কি বলেন?

নাম ঘোষণা হওয়ার পর কি বলেন?

এনডিএ রাষ্ট্রপতি পদ প্রার্থী হিসাবে তাঁর নাম! প্রথমে বিশ্বাসই হচ্ছিল না ঝাড়খন্ডের প্রাক্তন রাজ্যপালের। এই মুহূর্তে ওডিশাতেই রয়েছেন তিনি। নাম ঘোষণা হওয়ার পর থেকেই বাড়িতে ভিড়। রাতেই সাংবাদিকরা দ্রৌপদীর বাড়িতে ভিড় জমান। তাঁদের প্রশ্নের উত্তরে বলেন, এই সিদ্ধান্ত আমি খুবই আশ্চর্য, এমনকি বিষয়টি বিশ্বাসও হচ্ছে না। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ বলেও মন্তব্য দ্রৌপদীর। শুধু তাই নয়, তিনি বলেন, সংবিধানে রাষ্ট্রপতির যে ক্ষমতা আছে, আমি সে অনুযায়ী কাজ করব। তাঁর মতে, আমাদের কাজ মানুষের কাছে যাওয়া প্রয়োজন। সমস্ত দল এবং রাজ্যের কাছে সমর্থন চাইব বলেও মন্তব্য দ্রৌপদী মুর্মু'র।

মন্দিরে পুজো দিলেন মুর্মু

মন্দিরে পুজো দিলেন মুর্মু

বুধবার সকালে পৌঁছে গেলেন জগন্নাথ মন্দিরে। রাইরঙপুর জগন্নাথ মন্দিরে এদিন সকালে যান দ্রৌপদী। সেখানে ঝাট দিয়ে মন্দির পরিস্কার করার পাশাপাশি পুজোও দেন। শুধু তাই নয়, সেখানকার মানুষজনের সঙ্গেও কথা বলেন। মন্দিরে সিআরপিএফের কমান্ডোকে বিজেপি'র রাষ্ট্রপতি পদপ্রার্থীকে ঘিরে রাখতে দেখা যায়।

মুর্মু'র বাড়িতে শুভেচ্ছা জানানোর ভিড়

মুর্মু'র বাড়িতে শুভেচ্ছা জানানোর ভিড়

বলে রাখা প্রয়োজন, এদিন সকাল থেকেই মুর্মু'র বাড়িতে শুভেচ্ছা জানানোর ভিড় সাধারণ মানুষ থেকে অনুগামীদের। কেউ আনছেন ফুল আবার কেউ আনছেন কেক-মিষ্টি। এছাড়াও রয়েছে মুর্মু'র পরিবারের অন্যান্য সদস্যরাও। সব মিলিয়ে এই মুহূর্তে রাষ্ট্রপতি পদপ্রার্থীর গ্রামে অকাল উৎসব। সর্বত্র সাজো সাজো রব।

English summary
Draupadi murmu gets z plus security, she will seek support to political parties
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X