For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুখে 'মোটাভাই', মুম্বইয়ে যোগী রাজ্যের পুলিশের হাতে গ্রেফতার কাফিল খান

মুম্বই থেকে গ্রেফতার উত্তর প্রদেশের চিকিৎসক কাফিল খান। যোগী রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স তাঁকে গ্রেফতার করেছে।

  • |
Google Oneindia Bengali News

মুম্বই থেকে গ্রেফতার উত্তর প্রদেশের চিকিৎসক কাফিল খান। যোগী রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স তাঁকে গ্রেফতার করেছে। সিএএ-র বিরুদ্ধে ১২ ডিসেম্বর আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে উত্তেজক বক্তৃতা দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল।

আলিগড়ে কাফিল খানের বিরুদ্ধে মামলা

আলিগড়ে কাফিল খানের বিরুদ্ধে মামলা

আইপিসির ১৫৩-এ ধারায় আলিগড় সিভিল লাইন থানায় কাফিল খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে করা অভিযোগে বলা হয়েছে, ছাত্রদের সামনে ভাষণে তিনি বলেছিলেন, 'মোটাভাই' সবাইকে হিন্দু ও মুসলিম হওয়ার পাঠ দিচ্ছেন। কিন্তু মানুষ হওয়ার জন্য কিছু বলছেন না।

সংবিধানে বিশ্বাস নেই, বলেছিলেন কাফিল খান

সংবিধানে বিশ্বাস নেই, বলেছিলেন কাফিল খান

কাফিল খান আরও বলেছিলেন, আরএসএস-এর অস্তিত্বের কারণেই সংবিধানের প্রতি কোনও বিশ্বাস নেই তাঁর। কাফিল খানের অভিযোগ ছিল, সিএএ-র মাধ্যমে মানুষকে দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হবে।

গোরক্ষপুর হাসপাতালে শিশু মৃত্যুর জেরে প্রচারের আলোয় কাফিল খান

গোরক্ষপুর হাসপাতালে শিশু মৃত্যুর জেরে প্রচারের আলোয় কাফিল খান

২০১৭ সালে গোরক্ষপুরের সরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটে। সেই সময় প্রচারের আলোয় এসেছিলেন কাফিল খান। সেই সময় কাফিল খান ছিলেন অ্যাকিউট এনকেফেলাইটিস সিনড্রোমের নোডাল অফিসার। পরবর্তী সময়ে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করে প্রশাসন। সাতমাস জেলে কাটানোর পর ২০১৮-র এপ্রিলে এলাহাবাদ হাইকোর্টের রায়ে ছাড়া পান তিনি।

English summary
Dr Kafeel Khan is arrested from Mumbai for making inflammatory speech at AMU on CAA
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X