For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা আবহে বৃষ্টিতে ভাসছে মুম্বই, লাল সতর্কতা জারি বাণিজ্য নগরীতে

করোনা আবহে বৃষ্টিতে ভাসছে মুম্বই, লাল সতর্কতা জারি বাণিজ্য নগরীতে

Google Oneindia Bengali News

মহারাষ্ট্রের উপকূলবর্তী অঞ্চল সহ মুম্বইয়ে বুধবার সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে। যার জেরে ইতিমধ্যেই জলমগ্ন মুম্বই শহর। আবহাওয়া দপ্তর কমলা থেকে লাল সতর্কতা জারি করেছে। বুধবার সারাদিন ধরে মুম্বইয়ে বৃষ্টিপাত হবে এবং আগামীকালও যার রেশ চলবে।

করোনা আবহে বৃষ্টিতে ভাসছে মুম্বই, লাল সতর্কতা জারি বাণিজ্য নগরীতে


মঙ্গলবার রাত থেকেই এই শহর ভারী বৃষ্টির সাক্ষী হয়েছে। যার ফলে শহরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে গিয়েছে। লাল সতর্কতা জারি করা হয়েছে মুম্বইয়ে। মুম্বই ছাড়াও আইএমডি থানে, পালঘর এবং মহারাষ্ট্রের অন্যান্য উপকূলীয় জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। সর্বশেষ স্যাটেলাইট ছবিতে দেখা গিয়েছে, '‌মুম্বই, থানে সহ কোঙ্কন জুড়ে বিচ্ছিন্ন এলাকায় অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা (২০০ মিমি বেশি)।’‌

বুলেটিনে বলা হয়েছে, অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং বিচ্ছিন্ন এলাকায় তীব্র ভারী বৃষ্টিপাত হবে গোটা মুম্বই শহর জুড়ে। এছাড়াও থানে, রায়গড় ও রত্নাগিরি জেলাতেও পরবর্তী ১৮ ঘণ্টা বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে। মুম্বইয়ে লাল সতর্কতা জারি করা হয় অনবরত ভারী বৃষ্টিপাতের জন্য।

বুলেটিনে আরও বলা হয়েছে যে জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে নীচু এলাকাগুলিতে। বৃষ্টির কারণে ব্যাহত হতে পারে বিদ্যুৎ, জল সরবরাহ, স্থানীয় ট্রাফিক ও রাস্তায় যান চলাচল। বুধবার দাদার, সান্তাক্রুজ, প্যারেল, কোলাবা, ওয়ারলি, বোরিভালিতে রেকর্ড বৃষ্টিপাত হয়।

বড় নিয়োগ এশিয়ান ডেপেলপমেন্ট ব্যাঙ্কে! সহ সভাপতির পদে যোগ নির্বাচন কমিশনার অশোক লাভাসারবড় নিয়োগ এশিয়ান ডেপেলপমেন্ট ব্যাঙ্কে! সহ সভাপতির পদে যোগ নির্বাচন কমিশনার অশোক লাভাসার

English summary
downpour continue in mumbai imd issued red alert
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X