দীপাবলির পরেই মহারাষ্ট্রে খুলছে সমস্ত ধর্মীয় স্থানের দরজা, ঘোষণা উদ্ধব ঠাকরের
করোনা সংক্রমণের নিরিখে এখনও দেশের মধ্যে শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র। মোট আক্রান্তের সংখ্যা ইতিমধ্যে ১৭ লক্ষের গণ্ডি পার করেছে গোটা রাজ্যে। মারা গেছেন ৪৫ হাজারের বেশি মানুষ। এমতাবস্থায় স্কুল খোলার সিদ্ধান্তের পর ধর্মীয় স্থানেও সাধারণ মানুষের প্রবেশাধিকার প্রসঙ্গে বড়সড় সিদ্ধান্ত নিতে দেখা গেল মহারাষ্ট্র সরকারকে। প্রসঙ্গত উল্লেখ্য করোনা প্রাদুর্ভাব শুরুর সময় থেকে মার্চ মাস থেকেই গোটা মহারাষ্ট্রেই বন্ধ রয়েছে সমস্ত ধর্মীয় স্থানের দরজা। এবার প্রায় দীর্ঘ সাত মাস পর তা খোলার বার্তা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।

দীপাবলির পরেই রাজ্য জুড়ে সমস্ত মন্দিরের দরজা ফের খুলে যাবে বলে রবিবার জানান উদ্ধব। পাশাপাশি ভিড় ঠেকাতে সরকারের তরফে নিয়োজিত বিশেষ দল মন্দির গুলির সামনে সর্বক্ষণের পর্যবেক্ষনে থাকবে বলেও জানা যাচ্ছে। অন্যান্য রাজ্যে এর আগে মন্দির-মসজিদ খোলার রাস্তা হাঁটলেও মহারাষ্ট্রের বয়ষ্ক নাগরিকদের কথা ভেবেই এতদিন তা বন্ধ করে রাখা হয়েছিল বলেও জানান তিনি। কারণ তাদের মধ্যেই করোনা সংক্রমণের ঝুঁকি সর্বাধিক।
এদিকে এদিনই দীপাবলির পরেই রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির পাঠক্রম পুনরায় শুরু করা হবে বলেও জানান মহারাষ্ট্রের শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড়। করোনা বিধি যথাযথ পালনের জন্য সমস্ত স্কুল গুলিকে বিধিবদ্ধ সতর্কীকরণও পাঠানোর কাজও চলছে বলে জানান তিনি। এমনকী শিক্ষক পড়ুয়াদের থার্মাল চেকিং ও করোনা টেস্ট নিশ্চিত করতেও সরকারি ভাবে বেশ কিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। এমতাবস্থায় রাজ্যের সমস্ত মন্দিরের দরজা ফের খুলে গেলে সেই ক্ষেত্রে করোনা মোকাবিলায় সরকার নতুন কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার।

পূর্ব বিহারে ঘূর্ণাবর্ত, আরও নামল কলকাতার তাপমাত্রা! বাংলায় শীতের আবহাওয়ায় কোন সতর্কবার্তা