For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুরু থেকেই মোদী সরকারের কাছে অলৌকিক কিছুর আশা করবেন না: মনোহর পরিক্কর

Google Oneindia Bengali News

শুরু থেকেই মোদী সরকারের কাছে অলৌকিক কিছুর আশা করবেন না: মনোহর পরিক্কর
পানাজি, ২৯ জুন : 'আচ্ছেদিন আনে ওয়ালে হ্যায়'। অর্থাৎ সুসময় আসতে চলেছে। বিজেপির এই স্লোগান নিয়ে ইতিমধ্যেই একাংশ প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছে, যে, বিজেপি তো ক্ষমতায় এল, কিন্তু সাধারণ মানুষের জন্য সুসময় এল কই? আর সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন বিজেপির বরিষ্ঠ নেতা তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পরিক্কর। বললেন, শুরুতেই নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকারের কাছ থেকে কোনও অলৌকিক চমৎকারের প্রত্যাশা করাটা উচিত হবে না।

গোয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সম্মেলনে বক্তব্য রাখতে উঠে পরিক্কর বলেন, "অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন- 'আচ্ছে দিন আনে ওয়ালে থে, আ গয়ে ক্যায়া' (সুসময় আসার কথা ছিল, এসে গিয়েছে নাকি?)" এই প্রসঙ্গে টেনেই গোয়ার মুখ্যমন্ত্রীর জবাব, "উত্তরে একটা কথাই সবাইকে বলতে চাই, সবে ক্ষমতায় এসেছে বিজেপি, আগামী দিনে অনেক কিছুই আসার পথে রয়েছে। কিন্তু নয়া সরকারের মেয়াদের শুরুতেই কোনও চমৎকারের প্রত্যাশা রাখা ঠিক হবে না।"

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে মনোহর পরিক্কর বলেন, গত দু'বছরে কেন্দ্র ও রাজ্য সরকারের কাজ করার ধরনে, চিন্তাভাবনায়, মানসিকতায় অনেকটা তফাৎ তৈরি হয়েছিল। ফলে কাজের প্রতিফলন অনেক সীমিত হয়ে গিয়েছিল। কিন্তু বর্তমানে একই চিন্তাধারা হওয়ার সুবাদে কেন্দ্র ও রাজ্য হাত হাত মিলিয়ে কাজ করতে পারবে।

২০১২ সালে গোয়ার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন মনোহর পরিক্কর। আরও বিস্তারিতভাবে এই প্রসঙ্গকে ব্য়াখ্যা করে পরিক্কর বলেন, "নরেন্দ্র মোদীজি গোয়ায় এসেছিলেন। উনি আমায় জিজ্ঞাসা করছিলেন কোন কোন বিষয়গুলির আপনার মনে হয় বিশেষ গুরুত্ব দিয়ে দেখা উচিত। আমি ওনাকে জানিয়েছি, একটিতো অবশ্যই মাণ্ডবী নদীর সেতু, কিন্তু বিশেষ মর্যাদার বিষয় নিতে কথা বলতে আমি অস্বীকার করেছি।"

এরপরই পরিক্কর বলেন, "বিশেষ মর্যাদার প্রসঙ্গটি আমি ওই আলোচনায় তুলিনি। জানি গণমাধ্যম এই জন্য আমার সমালোচনা করবে। কিন্তু বিশেষ মর্যাদার ইস্যুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও জটিলও বটে। তাই ৪-৫ মাস বাদে এই প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর নজরে আনা হবে। প্রথম দিন থেকেই প্রসাশনের উপর চাপ সৃষ্টি করতে চাই নি। তাই কিছুদিনের অপেক্ষা।

English summary
Don't expect miracles from Modi govt so early: Manohar Parrikar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X