For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাটক নয়, সংখ্যালঘুদের আক্রমণ করলে কী হবে, বিতর্কিত মন্তব্য বিজেপি বিধায়কের

Google Oneindia Bengali News

বেলারিতে ভাষণ দিতে গিয়ে সংখ্যালঘুদের নিয়ে অপমানজনক মন্তব্য করে বিতর্কে জড়ালেন কর্নাটকের বিজেপি বিধায়ক সোমশেখর রেড্ডি। এক জনসভায় বক্তব্য করতে গিয়ে তিনি জানান, দেশের জনসংখ্যার মধ্যে ৮০ শতাংশ হিন্দু এবং ১৭ শতাংশ সংখ্যালঘু, তাই যে কোনও পদক্ষেপই যেন তারা সাবধানতার সঙ্গে অবলম্বন করে। বিধায়কের বক্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সংখ্যালঘুদের নিয়ে অপমানজনক মন্তব্য করলেন বিজেপি বিধায়ক


ভিডিওতে দেখা যাচ্ছে, সংখ্যালঘুদের ও নয়া নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদ জানানো বিক্ষোভকারীদের সতর্ক করছেন সোমশেখর রেড্ডি। বিধায়ক বলেন, '‌যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের আমি সতর্ক করছি। মাত্র পাঁচ মাস হল আমরা ক্ষমতায় এসেছি এবং তার মধ্যেই এত নাটক আপনারা শুরু করেছেন, একবার ভেবে দেখুন আমরা যদি আপনাদের কাছে পৌঁছে যাই তবে কি অবস্থা হবে।’‌ বিজেপি বিধায়ক কংগ্রেসকেও কটাক্ষ করতে ছাড়েনি।

তিনি জানিয়েছেন, বোকাদের একটা দল এবং মানুষের উচিত নয় তাদের বিশ্বাস করে রাস্তায় প্রতিবাদ করতে নামা। বিধায়কের কথায়, '‌কংগ্রেসের লোকেরা বোকা। আপনারা তাদের বিশ্বাস করেন এবং রাস্তায় নেমে যান?‌ আমরা ৮০ শতাংশ আর আপনারা ১৮ শতাংশ। যদি আমরা পাল্টা আক্রমণ করি ভাবুন তো কি হবে?‌ এই দেশে একটু সাবধান হয়ে থাকুন আপনারা।’‌

বিজেপি বিধায়ক আরও বলেন, '‌এটা আমাদের দেশ। দেশের (‌পাকিস্তান)‌ প্রধানমন্ত্রী একবার বলেছিল যদি এই দেশে থাকতে হয়, তবে আমাদের নিয়ম মেনে থাকতে হবে, নতুবা তোমায় পাঠিয়ে দেওয়া হবে। ভারতেও একই ধরনের পরিস্থিতি হোক সেরকম কিছু করবেন না।’‌ সিএএ–বিরুদ্ধ প্রতিবাদ দেশের বিভিন্ন প্রান্তে আগুন জ্বালিয়ে দিয়েছে। কর্নাটকের বিভিন্ন অংশে এই সিএএ নিয়ে ঝামেলা শুরু হয়েছে। গত সপ্তাহেই মুসলিম মহিলারা কর্নাটকে সিএএ নিয়ে বিক্ষোভে সামিল হয়েছিলেন।

English summary
Bellary BJP MLA, warns anti-caa protesters, minorities should be very careful
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X