For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত, আমেরিকার 'বন্ধু দেশ মোদীকে বললেন ট্রাম্প

আমেরিকার 'বন্ধু দেশ' ভারত। এভাবেই ভারতকে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাশপাশি মোদীকে তিনি এবছরেই আমেরিকা যাওয়ার নিমন্ত্রণ জানান।

  • |
Google Oneindia Bengali News

ওয়াশিংটন, ২৫ জানুয়ারি : আমেরিকার 'সত্যিকারের বন্ধু দেশ' ভারত। এভাবেই ভারতকে ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। পাশপাশি মোদীকে তিনি এবছরেই আমেরিকা যাওয়ার নিমন্ত্রণ জানান। এদিকে, ভারতীয় প্রধানমন্ত্রীর তরফেও ডোনাল্ড ট্রাম্পকে ভারতে আসার জন্য নিমন্ত্রণ জাাননো হয়। মোদী জানান , ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে তাঁর ভালো লেগেছে।[নয়া রাষ্ট্রপতি ট্রাম্প জমানায় কি পাল্টাতে পারে ভারত-মার্কিন সম্পর্কের সমীকরণ?]

হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, মোদীকে এবছরের শেষের দিকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার নিমন্ত্রণ জানান ট্রাম্প। ভারতীয় সময় হিসাবে গতরাতেই ফোনে কথা হয় দুই দেশের এই নেতাদের মধ্যে।[এবার থেকে সবার আগে আমেরিকা, রাষ্ট্রপতি পদে শপথ নিয়ে বললেন ট্রাম্প]

ভারত, আমেরিকার 'বন্ধু দেশে' মোদীকে বললেন ট্রাম্প

মার্কিন রাষ্ট্রপতি এদিন দুদেশের প্রতিরাক্ষা, বাণিজ্য সংক্রান্ত আলোচনা করেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। পাশপাশি তাঁদের আলোচনাতে উঠে আসে সন্ত্রাসবাদের প্রসঙ্গও। হোয়াইট হাউস সূত্রের খবর, রাষ্ট্রপতি ট্রাম্প বলেন ,মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে নিজের বন্ধু বলে মনে করে। পাশপাশি বিশ্বে যে সমস্ত সমস্যা রয়েছে তার মোকাবিলার জন্য ভারতকে তারা সহযোগী দেশ বলেও গণ্য করে।[পাকিস্তান নিয়ে কী এমন বললেন ট্রাম্প যাতে উদ্বেগ বাড়তে পারে ভারতের?]

এদিকে দুই নেতার আলোচনায় উঠে আসে, মধ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তার প্রসঙ্গ। দুই নেতাই এবিষয়ে বিশ্বসন্ত্রাসবাদের মোকাবিলায় একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ার কথা বলেন। এছা়ড়াও প্রতিরক্ষা , অর্থনীতি সংক্রান্ত বিষয়ে দুদেশের সম্পর্ক আরও বেশি জোরদার করার কথাও হয় মোদী ও ট্রাম্পের মধ্যে।[রাষ্ট্রপতির চেয়ারে বসেই একঘরে হয়ে পড়বেন ট্রাম্প, কীভাবে? জেনে নিন মজার তথ্য]

প্রসঙ্গত মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনী প্রচারে ট্রাম্পের ভাষণে বার বার উঠে আসে ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্কের প্রসঙ্গ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও এদিন ট্রম্প ফোনে কথা বলেন ইজরাইলের প্রাধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহুর সঙ্গে। কথা বলেন মিশরের রাষ্ট্রপতি অবদেন ফতেহ এল সিসির সঙ্গে।[রাষ্ট্রপতি ট্রাম্পের বার্ষিক মাইনে হবে মাত্র ১ ডলার!]

English summary
Describing India as a "true friend" of the US, President Donald Trump invited Prime Minister Narendra Modi to visit the country later this year, the White House said after both leaders spoke over phone and discussed issues such as trade, defence and terrorism.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X