For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'হনুমানজিকে নিয়ে বাড়াবাড়ি লঙ্কায় আগুন জ্বালাবে', বিজেপিকে হুঁশিয়ারি রাজের

হনুমানজি ইস্যুতে ক্রমেই বিতর্কের পারদ চড়ছে গোবলের রাজনীতিতে। হনুমানজির পরিচিতি নিয়ে একাধিক গেরুয়া শিবিরের নেতাদের মন্তব্যে ক্রমেই রাজনৈতিক আলোচনায় কেন্দ্রে চলে আসছে এই ইস্যু।

  • |
Google Oneindia Bengali News

হনুমানজি ইস্যুতে ক্রমেই বিতর্কের পারদ চড়ছে গোবলের রাজনীতিতে। হনুমানজির পরিচিতি নিয়ে একাধিক গেরুয়া শিবিরের নেতাদের মন্তব্যে ক্রমেই রাজনৈতিক আলোচনায় কেন্দ্রে চলে আসছে এই ইস্যু। বিজেপি নেতাদের পর এবার হনুমানজিকে নিয়ে মুখ খুললেন উত্তর প্রদেশের কংগ্রেস নেতা রাজ বব্বর।

হনুমানজিকে নিয়ে বাড়াবাড়ি লঙ্কায় আগুন জ্বালাবে, বিজেপিকে হুঁশিয়ারি রাজের

হনুমানজিকে নিয়ে একাধিক বিজেপি নেতার মন্তব্যে ক্রমেই বিতর্ক দানা বাঁধছে। এরমধ্যে কংগ্রেস নেতা রাজ বব্বরও বিষয়টি নিয়ে মুখ খুলে কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগেছেন। তিনি বলেছেন, 'হনুমানজিকে নিয়ে বেশি বাড়াবাড়ি করা উচিত নয়। তাঁর লেজের আগুনে ৩ টি রাজ্য বিজেপি খুইয়েছে, এবার তাদের লঙ্কায় আগুন জ্বলবে।' উল্লেখ্য, গোটা ঘটনার সূত্রপাত রাজস্থানে বিজেপির দলীয় সভায়। সেখানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, যে হনুমানজি দলিত সম্প্রদায়ভুক্ত ছিলেন।

[আরও পড়ুন:তৃণমূল শিলান্যাসেও আছে, উদ্বোধনেও! মমতার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী][আরও পড়ুন:তৃণমূল শিলান্যাসেও আছে, উদ্বোধনেও! মমতার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী]

এরপরই বিজেপির বুক্কাল নবাব থেকে শুরু করে চেতন চৌহান পর্যন্ত একাধিক নেতা মন্ত্রীরা এই বিষয়ে মুখ খোলেন। কেউ হনুমানজিকে মুসলিম সম্প্রদায় ভুক্ত বলে দাবি করেন, কেউবা কুস্তিগীর, তথা জাঠ বলে দাবি করেন। তারপর থেকেই বিতর্ক চরমে ওঠে।

[আরও পড়ুন: বাসই হয়ে উঠল অস্থায়ী লেবার রুম! সহযাত্রীর পাশে থাকার নজির শহরের][আরও পড়ুন: বাসই হয়ে উঠল অস্থায়ী লেবার রুম! সহযাত্রীর পাশে থাকার নজির শহরের]

English summary
Uttar Pradesh Congress chief Raj Babbar Monday asked the BJP to refrain from making statements on Lord Hanuman, suggesting that the party lost elections in three states by dragging the deity into politics.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X