For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নাইটি পরে ঘোরা যাবে না', আজব বিধান দক্ষিণের গ্রামে, কারণ জানলে অবাক হবেন

অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় মহিলাদের জন্য আজব নিয়ম তৈরি হল। রাতে তো নয়ই, দিনের বেলাতেও নাইটি পরে গ্রামে ঘোরা যাবে না।

  • |
Google Oneindia Bengali News

অন্ধ্রপ্রদেশের পূর্ব গোদাবরী জেলায় মহিলাদের জন্য আজব নিয়ম তৈরি হল। রাতে তো নয়ই, দিনের বেলাতেও নাইটি পরে গ্রামে ঘোরা যাবে না। কারণ পুরুষরা তা দেখে নাকি অস্বস্তিতে পড়ে যাচ্ছে। ঘুরিয়ে বললে, পুরুষরা এই অবস্থায় জনসমক্ষে মহিলাদের নাকি দেখতে পারছে না।

নাইটি পরে ঘোরা যাবে না, আজব বিধান দক্ষিণের গ্রামে

যার ফলে থোকালপল্লি গ্রামের বয়ঃজ্যেষ্ঠরা মিলে ঠিক করেছেন, মহিলাদের কোনওভাবেই ওই পোশাকে বাড়ির বাইরে ঘুরতে দেওয়া যাবে না।

পশ্চিম গোদাবরীর এই গ্রামটিতে মতস্যচাষীদের বাস। বলা হয়েছে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত কেউ নাইটি পরে গ্রামের রাস্তায় বেরোতে পারবে না। কেউ নিয়ম ভাঙলে ২ হাজার টাকা গ্রাম উন্নয়ন কমিটিতে দিতে হবে। ১ হাজার টাকা খবর যিনি দেবেন তাকে দেওয়া হবে।

এই গ্রামে মোট ৫ হাজার মানুষের বাস। তার মধ্যে অর্ধেকই মহিলা। একেবারে ঢাক-ঢোল পিটিয়ে গ্রামে মহিলারাই নাকি এই নির্দেশ প্রচার করেছেন। এখনও কোনও মহিলাকে জরিমানা দিতে হয়নি। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তাদের গোচরে এসেছে। তাঁরা গ্রামে গিয়ে এমন প্রচারের বিরুদ্ধে পাল্টা প্রচার করবে। যাতে এমন নিয়ম কেউ জারি করতে না পারেন বা কাউকে মানতে বাধ্য না করা হয়।

English summary
Don’t move around in nighties during day, Andhra village tells women
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X