For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতার সিপি রাজীব কুমারকে না ছাড়ার আবেদন কুণাল ঘোষের, কিন্তু কেন

কুণাল ঘোষ দাবি করেছেন, যাতে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে ছাড়া না হয়।

  • |
Google Oneindia Bengali News

শিলংয়ে জেরায় মুখোমুখি বসেছেন। সেটাকে নৈতিক জয় বলে দাবি করেছেন সাসপেন্ডেড তৃণমূল কংগ্রেস সাংসদ কুণাল ঘোষ। সিবিআইকে সারদা সহ নানা ঘটনায় বিভিন্ন তথ্য জুগিয়ে সাহায্য করেছেন বলেও শোনা গিয়েছে। এহেন কুণাল ঘোষকে এখনও জেরা শেষ করেনি সিবিআই। সূত্রের খবর, তার আগেই তিনি দাবি করেছেন, যাতে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে ছাড়া না হয়।

সিপি রাজীব কুমারকে না ছাড়ার আবেদন কুণাল ঘোষের, কিন্তু কেন!

কুণালের দাবি, রাজীব প্রভাবশালী ব্যক্তি। তাকে কাছে না রাখলে তিনি তদন্ত প্রভাবিত করতে পারেন।

এর আগে গ্রেফতারির পরে বেশ কয়েকবার কুণাল ঘোষ সিবিআই ও আদালতের কাছে বিভিন্ন প্রসঙ্গ অবতারণা করেছেন। তথ্য প্রমাণ লোপাটের অভিযোগও বেশ কয়েকবার কুণাল করেছেন। এছাড়া কাকে কাকে এই ঘটনায় ডাকা যেতে পারে তার ইঙ্গিতও দিয়েছেন।

শিলংয়ে পরপর তিনদিন কুণালকে জেরা করে বয়ান রেকর্ড করেছে সিবিআই। এরপরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এদিকে পরপর চারদিন জেরা করা হচ্ছে রাজীব কুমারকেও। দুজনকেই মুখোমুখি বসিয়ে জেরা করা হয়েছে। শিলং ছাড়ার আগে সিবিআইকে রাজীবকে না ছাড়ার আবেদন করেই কলকাতাগামী বিমানে কুণাল চড়েছেন বলে খবর।

English summary
Don't let Rajeev Kumar go free, appeals Kumal Ghosh to CBI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X