For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বিচার বিভাগকে ভাষণ দেবেন না' আবু সালেম মামলায় কড়া ভাষায় কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট

'বিচার বিভাগকে ভাষণ দেবেন না' আবু সালেম মামলায় কড়া ভাষায় কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট

  • |
Google Oneindia Bengali News

গ্যাংস্টার আবু সালেমের ২৫ বছরের বেশি কারাদণ্ডের সাজা নিয়ে কেন্দ্র-সুপ্রিম কোর্টের টানপোড়েন৷ বৃহস্পতিবার আবু সালেম মামলায় সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অবস্থানকে প্রত্যাখ্যান করেছে। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে যে তারা কেন্দ্রের দাবি মতো মামলার বিষয়ে সিদ্ধান্ত নিতে রাজি নয়। বিচারপতি এস কে কাউল স্বরাষ্ট্র মন্ত্রককে বলেছেন, বিচার বিভাগকে ভাষণ দেবেন না। আপনার যখন আমাদেরকে কিছু বর্ণনা করে দেন এবং ভাবেন আমরা সেই মতো সিদ্ধান্ত নেবো সেটা আমার মোটেও গ্রহণ করি না৷'

বিচার বিভাগকে ভাষণ দেবেন না আবু সালেম মামলায় কড়া ভাষায় কেন্দ্রকে জানাল সুপ্রিম কোর্ট

দেশের সর্বোচ্চ আদালতের বিচারকরা বলেন, স্বরাষ্ট্র সচিব আমাদেরকে আবু সালেম মামলায় সিদ্ধান্ত নিতে বলার জন্য কেউ নন। সুপ্রিম কোর্ট আরও বলেছে যে তারা যা বলতে চায় তাতে কেন্দ্রের নাক গলানো যাবে না৷ সুপ্রিম কোর্টের বিচারকরা বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রকের হলফনামায় থাকা 'আমরা উপযুক্ত সময়ে সিদ্ধান্ত নেব।'-র মতো বাক্য পছন্দ করি না!

সম্প্রতি একটি হলফনামায় স্বরাষ্ট্রমন্ত্রক বলেছিল যে আবু সালেমের মামলার বিষয়ে সরকারের সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি উপযুক্ত সময় নয়। তবে চাইলেই এ বিষয়ে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে পারে। এরপরই বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল এবং এমএম সুন্দরেশ ১৯৯৩ সালের বোম্বে বিস্ফোরণ মামলায় দোষী সাব্যস্ত আবু সালেমের মামলায় একটি আবেদনের শুনানি করেন, কেন্দ্রকে কড়া ধমক দিয়েছে।

প্রসঙ্গত কয়েক বছর আগে ভারত পর্তুগালের আদালতকে গ্যারান্টি দিয়েছিল দেশে নিয়ে আসার পর কোনভাবেই আবু সালেমকে ২৫ বছরের বেশি জেলে দেওয়া হবে না৷ মঙ্গলবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন যে সরকারের তৎকালীন উপ-প্রধানমন্ত্রী এল কে আদবানির পর্তুগাল সরকারকে দেওয়া প্রতিশ্রুতি দ্বারা আবদ্ধ। সে কারণেই আবু সালেমের যে কোনও সাজা ২৫ বছরের বেশি হবে না। ভাল্লা আরও জানিয়েছেন ১০ নভেম্বর ২০৩০ এই ২৫ বছরের সময়সীমা পূর্ণ হবে৷

English summary
Don't lecture the judiciary, 'the Supreme Court told the Center in Abu Salem case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X