For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এসবিআই অ্যাকাউন্টে ন্যূনতম টাকা নেই? ১ এপ্রিল থেকে জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত হোন!

ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। এসবিআই-এর তরফে জানিয়েছে, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে ১ এপ্রিল থেকে জরিমানা আরোপ করা হবে।

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ৪ মার্চ : ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা রাখা বাধ্যতামূলক করল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। বৃহস্পতিবার এসবিআই-এর তরফে জানিয়ে দেওয়া হয়, গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ন্যূনতম টাকা না থাকলে ১ এপ্রিল থেকে তার জন্য জরিমানা আরোপ করা হবে।[এবার এসবিআই এটিএম লেনদেনে চার্জ লাগবে? কত টাকা কাটবে? জেনে নিন]

শহরাঞ্চলে ন্যূনতম ৫০০০ টাকা, উপনগরী অঞ্চলে ৩০০০ টাকা, মফস্বল অঞ্চলে ২০০০ টাকা এবং গ্রামাঞ্চলে অ্যাকাউন্টে ১০০০ টাকা ব্যালেন্স রেখে যেতে হবে। না হলেই লাগবে বড় অঙ্কের জরিমানা।[ব্যাঙ্কে ময়লা নোট জমা নিতে বা বদলে দিতে না চাইলে ১০ হাজার টাকা জরিমানা!]

এসবিআই অ্যাকাউন্টে ন্যূনতম টাকা নেই? ১ এপ্রিল থেকে জরিমানা দেওয়ার জন্য প্রস্তুত হোন!

এই নিয়ম অমান্য হলে কি ধরণের জরিমানা হবে তাও আগাম জানিয়েছে ব্যাঙ্ক। ন্যূনতম ব্যালেন্স এবং কত টাকা কম রয়েছে তার ব্যবধানের ভিত্তিতে জরিমানা লাগবে। শহরাঞ্চলে যদি এই ঘাটতির পরিমাণ ৭৫ শতাংশের বেশি হয় তাহলে জরিমানা হতে পারে ১০০ টাকা, সঙ্গে পরিষেবা কর তো রয়েইছে।[ব্যাঙ্কে মাসে ৪টির বেশি নগদ লেনদেনে দিতে হবে নূন্যতম ১৫০ টাকা]

যদি ঘাটতির পরিমান ৫০-৭৫ শতাংশের মধ্যে হয়, তাহলে ৭৫ টাকা ও পরিষেবার কর কাটবে ব্যাঙ্ক। ৫০ শতাংশের কম ঘাটতি হলে কাটা হবে ৫০ টাকা ও পরিষেবা কর।[Demonetisation এর জের শেষ, এবার নগদে লেনদেনে লেভি বসাবে ব্যাঙ্ক]

একইভাবে গ্রামাঞ্চলে ন্যূনতম টাকা অ্যাকাউন্টে না রাখলে কাটা যাবে ২০-৫০ টাকা এছাড়া পরিষেবা কর তো আছেই।

English summary
Don't have minimum balance in your SBI account? Get ready to pay fine from April 1
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X