For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীর চিন্তাধারার উপর পরীক্ষা, ৯২.৫ শতাংশ নম্বর নিয়ে ফার্স্ট হলেন মুম্বইয়ের এই ডন

প্রতি বছর নাগপুর সেন্ট্রাল জেলে গান্ধী চিন্তাধারার উপর একটি পরীক্ষা নেওয়া হয়। এই বছর মাফিয়া ডন অরুণ গাওলি এই পরীক্ষায় শীর্ষস্থান পেয়েছেন। তিনি মোট ৮০ নম্বরের মধ্যে ৭৪ পেয়েছেন।

  • |
Google Oneindia Bengali News

এতদিন পুলিশের মোস্ট ওয়ান্টেড লিস্টে এক নম্বরে থাকত তাঁর নাম। এবার এক পরীক্ষার মেধা তালিকাতেও এক নম্বরে নাম তুলে ফেললেন মুম্বইয়ের মাফিয়া ডন তথা রাজনীতিক অরুণ গাওলি। তাঁর ট্রেডমার্ক গান্ধীটুপির মর্যাদা রেখে গান্ধীর চিন্তাধারা বিষয়ক এক পরীক্ষায় ৯২.৫ শতাংশ নম্বর পেলেন তিনি।

গান্ধী-পরীক্ষায় ফার্স্ট হলেন মুম্বইয়ের ডন

আপাতত শিবসেনার এক কর্পোরেটরকে হত্যার দায়ে নাগপুর সেন্ট্রাল জেলে যাবজ্জীবন কারাবাসের সাজা ভোগ করছেন গাওলি। সেখানেই আয়োজন করা হয়েছিল এই পরীক্ষার। গাওলি ছাড়া আরও ১৫( জন কারাবন্দী এই পরীক্ষায় অংশ নিয়েছিলেন। প্রতিবছরই এই পরীক্ষার আয়োজন করা হয়। আয়োজক নাগপুরের সর্বোদয় আশ্রমের সহযোগ ট্রাস্ট। জেলবন্দীদের, গান্ধীর শিক্ষা ও জীবন সম্পর্কে অবহিত করতেই এই পরীক্ষা নেওয়া হয়।

নাগপুর সেন্ট্রাল জেলের এসপি রানী ভোঁসলে জানিয়েছেন, পরীক্ষার এক মাস আগে বন্দীদের স্টাডি মেটিরিয়াল দেওয়া হয়। তাঁরা সেল্ফস্টাডি পদ্ধতিতে সেই স্টাডি মেটিরিয়াল ধরে পরীক্ষার জন্য তৈরি হন। তবে ট্রাস্টের সদস্যরা জানিয়েছেন এরপরও জেলে কয়েকজন 'গুরুজী' থাকেন, যাঁরা পরীক্ষার্থীদের কোথাও কিছু বুঝতে অসুবিধা হলে সাহায্য করেন।

একজন মাফিয়া ডন গান্ধীর ভাবধারা বিষয়ক পরীক্ষায় ৮০-র মধ্যে ৭৪ পাচ্ছেন, বিষয়টা অনেকের কাছেই অদ্ভুত ঠেকেছে। কিন্তু আয়োজকরা জানাচ্ছেন এই পরীক্ষায় ঠকিয়ে নম্বর পাওয়ার কোনও জায়গা নেই। কারণ পরীক্ষাটি হয় ওপেন বুক পদ্ধতিতে। ১ ঘন্টার এই পরীক্ষায় প্রত্যেক উত্তরের জন্য তিনটি করে বিকল্প থাকে। তবে এ, বি, সি-তে দাগ দিলেই হবে না, সঠিক উত্তরটা বেছে নিয়ে নিজের হাতে লিখতে হয়।

গাওলির মতো যাঁরা 'আন্ডা সেলে' থাকেন, অর্থাত যাবজ্জীবন বা মৃত্যুদণ্ডে দণ্ডিত, নিরাপত্তার খাতিরে তাঁদের সেলের বাইরে আনার নিয়ম নেই। তাই গাওলি তাঁর সেল থেকেই এই পরীক্ষায় বসেছিলেন। বাকি বন্দীরা অবশ্য জেলের প্রার্থনা ঘরে জড়ো হয়েছিলেন পরীক্ষার জন্য। পরীক্ষকরা জানিয়েছেন ইংরাজী, হিন্দী ও মারাঠি এই তিন ভাষায় পরীক্ষা দেওয়া যায়। গাওলি পরীক্ষা দিয়েছএন মারাঠিতে।

English summary
An examination on Gandhian thought is organized in Nagpur central jail every year. This time Don Arun Gawli has topped in this exam. He scored 74 out of 80.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X