বাড়ল আন্তঃদেশীয় বিমান ভাড়া, এক নজরে জেনে নিন ভাড়া বৃদ্ধির সব তথ্য
এবার বিমানে উঠলেই পকেটে ছ্যাঁকা পড়বে যাত্রীদের। আন্তঃদেশীয় বিমানের ক্ষেত্রে নুন্যতম ও সর্বোচ্চ ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে এখন থেকে ৩১ মার্চ পর্যন্ত বা যতদিন না পরবর্তী নির্দেশ আসছে ততদিন এই ভাড়া বৃদ্ধি বহাল থাকবে। প্রসঙ্গত, গত বছরের মে মাসে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক উড়ানের সময়ের উপর নির্ভর করে শ্রেণিবিন্যাস করেছিল। মোট সাতটি শ্রেণিতে ভাগ করা হয়েছিল সেই সময়।

৬টি রুটে বাড়বে ভাড়া
মূলত দেশের ছয়টি রুটে এই ভাড়া বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। পাশাপাশি করোনা কালে যে ৫০ শতাংশ যাত্রী নিয়ে বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল,তা বাড়িয়ে ৮০ শতাংশ করে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। যার ফলে এবার দিল্লি-মুম্বাই রুটের বিমান ভাড়া ১০ হাজার থেকে বেড়ে দাঁড়াবে ১৩ হাজার টাকা। যদিও এই ভাড়া বৃদ্ধির মধ্যে বিমানবন্দর উন্নয়ন কিংবা যাত্রী সুরক্ষা সংক্রান্ত কোনও কর চাপানো নেই বলেই মন্ত্রক সূত্রে জানানো হয়েছে।

কতটা বাড়ল সেই ভাড়া এবার দেখে নিন এক নজরে
৪০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য
পুরনো ভাড়া ২,০০০-৬,০০০ টাকা। নতুন ভাড়া ২,২০০-৭,৮০০ টাকা।
৪০-৬০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য
পুরনো ভাড়া ২,৫০০-৭,৫০০ টাকা। নতুন ভাড়া ২,৮০০-৯,৮০০ টাকা।
৬০-৯০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য
পুরনো ভাড়া- ৩,০০০-৯,০০০ টাকা। নতুন ভাড়া-৩,৩০০-১১,৭০০ টাকা।
৯০-১২০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য
পুরনো ভাড়া- ৩,৫০০-১০,০০০ টাকা। নতুন ভাড়া-৩,৯০০-১৩,০০০ টাকা।
১২০-১৫০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য
পুরনো ভাড়া- ৪,৫০০-১৩,০০০ টাকা। নতুন ভাড়া-৫,০০০-১৬,৯০০ টাকা।
১৫০-১৮০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য
পুরনো ভাড়া ৫,৫০০-১৫,৭০০ টাকা। নতুন ভাড়া ৬,১০০-২০,৪০০ টাকা।
১৮০-২১০ মিনিট পর্যন্ত উড়ানের জন্য
পুরনো ভাড়া ৬,৫০০-১৮,৬০০ টাকা। নতুন ভাড়া ৭,২০০-২৪,২০০ টাকা।

গতবছর বিমান পরিবহন মন্ত্রকের সিদ্ধান্ত
বিমান নিয়ান্ত্রক ডিজিসিএ গত বছরের ২১ মে জানিয়েছিল যে প্রত্যেক বিমান সংস্থাকে নুন্যতম ও সর্বোচ্চের মাঝে কমপক্ষে ৪০ শতাংশ টিকিট বিমানের বিক্রি করতে হবে। করোনা ভাইরাস মহামারি শুরু হওয়ার ২ মাস পর ২৫ মে থেকে আন্তঃদেশীয় বিমান পরিষেবা চালু হয়।

৮০ শতাংশ আসন সংখ্যা
বিমানভাড়া সীমিত করার পাশাপাশি সরকার বিমান সংস্থাগুলিকে ৩৩ শতাংশ আসন সংখ্যা বাড়ানোর প্রস্তাব দেয়। যা ২৬ জুন ৪৫ শতাংশে বৃদ্ধি পায় এবং এরপর ৮০ শতাংশে। বৃহস্পতিবার মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে যে মার্চের শেষে ৮০ শতাংস আসন সংখ্যা করে দেওয়া হবে।

জ্বালানির দাম বৃদ্ধি
তবে উড়ানের ভাড়া বৃদ্ধির অন্যতম কারণটি হল জ্বালানির দাম বেড়ে যাওয়া। কারণ, গত মে মাসে স্থির করা ভাড়া একই থাকলেও জ্বালানির দাম বেড়ে গিয়েছে অনেকটাই। যার ফলে বাধ্য হয়েই বিমান ভাড়াও বাড়াতে হল।
বামেদের ডাকা ধর্মঘটে খোলা থাকবে স্কুল, জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী