For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের চাগাড় দিতে পারে ডোকলাম সমস্যা,পরিস্থিতি এমনই, সতর্কতা প্রতিরক্ষামন্ত্রকের

ফের একবার চাগাড় দিয়ে উঠতে পারে ইন্দো-চিন সীমান্তের ডোকলাম সমস্যা। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামড়ে।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার চাগাড় দিয়ে উঠতে পারে ইন্দো-চিন সীমান্তের ডোকলাম সমস্যা। এমনই ইঙ্গিত দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুভাষ ভামড়ে। উল্লেখ্য,. ডোকলাম ভুখণ্ডে চিনের রাস্তা নির্মান নিয়ে এই সমস্যা শুরু হয়। ভারতের দাবি ছিল , এই ভূখণ্ড চিনের নয়, ভূটানের অংশ। পাশাপাশি এই রাস্তা নির্মিত হলে ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে সমস্যা হবে বলে আশঙ্কা করে ভারত। অন্য়দিকে চিন তার বিরোধিতা করে।

ফের চাগাড় দিতে পারে ডোকলাম সমস্যা,পরিস্থিতি এমনই, সতর্কতা প্রতিরক্ষামন্ত্রকের

[আরও পড়ুন: লোকপালের বৈঠকে কংগ্রেসকে আমন্ত্রণ মোদীর, পত্রপাঠ 'না' খাড়গেদের][আরও পড়ুন: লোকপালের বৈঠকে কংগ্রেসকে আমন্ত্রণ মোদীর, পত্রপাঠ 'না' খাড়গেদের]

সুভাষ ভামড়ে জানিয়েছেন, সীমান্তে পরিস্থিতি খুবই সংবেদনশীল। যেকোনও মুহুর্তে সীমান্তে উত্তেজনা বা অচলাবস্থা আবারও উস্কে যেতে পারে। দেশের উন্নতিতে সেনার অবদান নিয়ে একটি সেমিনারে এই কথা জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী। এর আগে ৭৩ দিন ধরে চিন ও ভারত দুই দেশের সীমান্তে সেনারা একে অপরের চোখে চোখ রেখে মোকাবিলা করেছে। সেই ঘটনার আবারও পুনরাবৃত্তি হওয়ার আশঙ্কা রয়েছে বলে খবর।

ডোকলাম সমস্যা মেটাতে চিনা রাষ্ট্রপ্রধান জিং পিং এর সঙ্গে কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময়ের মতো এই ঘটনা কিছুটা স্তিমিত হলেও এরপর থেকে বহ বার হুঁসিয়ারি এসেছে চিনের তরফে। কিছুদিন আগেও, মোদীর অরুণাচল সফর নিয়ে ডোকলামের পরনো পরিস্থিতি তৈরির হুঁশিয়ারি দেয় চিন। চিনের দাবি, ভারত বারবার প্ররোচনামূলক কাজ করছে। এমন করলে ফের ডোকলামের মতো অবস্থা তৈরি হবে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অরুণাচলপ্রদেশ সফরে যান। এই রাজ্যকে চিন বরাবর দক্ষিণ তিব্বত বলে দাবি করে। কখনও ভারতের অংশ বলে মানে না। সেখানে মোদী যাওয়ায় রেগে কাঁই হয় চিনা মিডিয়া।

English summary
Doklam may erupt again, warns MoS Defence Shubhash Bhamre.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X