For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কুকুরের নাম রাখুন বাজুভাই ভালা! এই কংগ্রেস নেতার আপত্তিকর মন্তব্যে বিতর্ক

কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম বলেছেন, ভারতীয়দের তাদের কুকুরের নাম কর্নাটক রাজ্যপাল বাজুভাই ভালা-র নামে রাখা উচিত।

Google Oneindia Bengali News

নতুন কুকুর পুষছেন? ভাবছেন কি নাম রাখবেন? চিন্তা কী? রাখুন বাজুভাই ভালা! কর্ণাটকের রাজ্যপালকে আক্রমণ করতে গিয়ে এভাবেই শালীনতার সীমা ছাড়ালেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা সঞ্জয় নিরুপম। কুকুরের সঙ্গে তুলনা করলেন বাজুভাই ভালাকে।

কুকুরের নাম রাখুন বাজুভাই ভালা!

এদিন বি এস ইয়েদুরাপ্পা মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিতেই, দেশজুড়ে কংগ্রেসের অনেক নেতাই কর্নাটকের রাজ্যপাল ভালার পদত্যাগের দাবি তোলেন। অনেরেই তীব্র ভাষায় ভালার নিন্দাও করেছেন। কিন্তু সবাইকে ছাপিয়ে গিয়েছেন নিরুপম, সত্যিই তাঁর মন্তব্যের কোনও উপমা হয় না। এদিন তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, 'দেশে আনুগত্য প্রদর্শনের এক নয়া কীর্তি রচনা করলেন কর্ণাটকের রাজ্যপাল বাজুভাই ভালা। আমার মনে হয় এরপর থেকে দেশের সবাই নিজের কুকুরের নাম রাখবেন বাজুভাই ভালার নামে। কারণ তার থেকে অনুগত তো আর কেউ হবে না।' তাঁর এই কুৎসিত মন্তব্য শুনে আশপাশে থাকা তাঁর সমর্থক বর্গকে হাসতেও দেখা যায়।

জেএডি (এস)-কংগ্রেস জোটের হাতে বেশি সংখ্যক বিধায়ক থাকা সত্ত্বেও ইয়েদুরাপ্পাকে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন ভালা। এমনকী, ইয়েদুরাপ্পা সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করার জন্য ৭ দিন সময় চাইলেও তিনি সতঃপ্রণোদিত হয়ে তাঁদের ১৫ দিন সময় দিয়েছিলন। তিনি অসাংবিধানিক কাজ করছেন বলে এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাও করে কংগ্রেসের আইনজীবিরা। পাশাপাশি আরেকটি বিতর্কিত পদক্ষেপে, বাজুভাই, কেজি বোপাইয়াকে প্রোটেম স্পিকার করেন। যেখানে সবচেয়ে অভিজ্ঞ বিধায়ককেই প্রোটেম স্পিকার হিসেবে নিয়োগ করাটাই প্রথা। সেই হিসেবে প্রোটেম স্পিকার হওয়ার কথা ছিল কংগ্রেসের আটবারের বিধায়ক আর ভি দেশপান্ডের। এইসব কারণেই কংগ্রেস নেতাদের নিশানা হন বাজুভাই ভালা।

গুজরাতে নরেন্দ্র মোদী ২০০১ সালে প্রথমবার নির্বাচনে লড়ার সময় তাঁকে নিজের জয়ী আসন ছেড়ে দিয়েছিলেন প্রাক্তন বিজেপি নেতা বাজুভাই। প্রধানমন্ত্রী হওয়ার পর মোদী তাঁকে কর্ণাটকের রাজ্যপাল পদে বসান। কংগ্রেসের দাবি সেই কারণেই এখন সংবিধান অগ্রাহ্য করে মোদীর প্রতি আনুগত্য প্রদর্শনের খেলায় মেতেছেন কর্ণাটকের রাজ্যপাল। কিন্তু, তা বলতে গিয়ে সব সীমা লঙ্ঘন করে ফেললেন মহারাষ্ট্রের কংগ্রেস নেতা।

বিজেপি বলছে, রাজ্যপাল একটি সাংবিধানিক পদ, তাই তাঁকে এই ভাষায় আক্রমণ করে সংবিধানেরই অমর্যাদা করলেন সঞ্জয় নিরুপম। বিজেপি নেতা প্রকাশ জাভরেকর, বলেন 'এই মন্তব্যেই কংগ্রেসে স্বরূপটা বেরিয়ে পড়েছে। রাজ্যপালকে কুকুরের সঙ্গে তুলনা করে সংবিধানকে অপমান করেছে কংগ্রেস।'

English summary
Congress leader Sanjay Nirupam says, Indians should name their dogs after Karnataka Governor Vajubhai Vala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X