For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাক্তারদের দুর্বোধ্য হাতের লেখা উদ্ধার করতে ক্লান্ত? তোড় বের করেছে স্বাস্থ্য মন্ত্রক

Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১২ জুন : ডাক্তারের লেখা প্রেসক্রিপশন পড়ে বুঝতে যে সমস্যায় পড়েতে হত রোগীর পরিবার ও ওষুধের দোকানের কর্মীদের তার হয়তো এবার অবসান হতে চলেছে।

শুধু এদেশ বলে নয়,গোটা বিশ্বেই ডাক্তারের অপরিষ্কার ও অস্পষ্ট হাতের লেখা পড়া যেন কোনও শক্ত কোডকে ডিকোড করা। আর তাই এবার ডাক্তারদের জন্য নির্দেশিকা ইংরাজির বড় অক্ষরে অর্থাৎ ক্যাপিটাল লেটারে লিখতে হবে প্রেসক্রিপশন।

ডাক্তারের দুর্বোধ্য হাতের লেখার তোড় বের করেছেন জেপি নাড্ডা

এর পাশাপাশি প্রত্যেক চিকিৎসককে প্রেসক্রিপশনে ওষুধের জেনেরিক নামও লিখতে হবে।

দ্য হিন্দু সংবাদপত্রে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের ডাঃ কে কে আগরওয়াল জানিয়েছেন, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি গ্যাজেট বিজ্ঞপ্তি আনা হচ্ছে। এরপ থেকেই এদেশে এই নিম লাগু হয়ে যাবে।

ডাঃ আগরওয়ালের কথায়, সারা দেশের চিকিৎসকদের জানানো হবে এই পরিবর্তনের বিষয়ে। এবং নজর রাখা হবে যাতে প্রত্যেক চিকিৎসক এই নিয়ম মেনে চলেন। এর ফলে যেন দীর্ঘকালীন সময়ে রোগী ও তাদের পরিবার উপকৃত হয় তাও খেয়াল রাখতে হবে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আগেই লোকসভায় সাংসদদের একাংশের সঙ্গে সহমত হয়েছিলেন যে চিকিৎসকদের দুর্বোধ্য হাতের লেখার জেরে অনেক গম্ভীর সমস্যা তৈরি হয়। এমনকী কোনও কোনও ক্ষেত্রে রোগীর মৃত্যুর কারণও হতে পারে। স্বাস্থ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এই ব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ও কার্যকরী পরিবর্তন আনবেন।

English summary
Tired of doctors' bad handwriting? Now prescriptions to be in capital letters!
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X