For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হায়দরাবাদে হেলমেট পরে রোগীর চিকিৎসা নার্স, চিকিৎসকদের

হায়দরাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসা করাতে আসা চিকিৎসকেরা সকলে পরে রয়েছেন হেলমেট।

  • |
Google Oneindia Bengali News

হায়দরাবাদের ওসমানিয়া জেনারেল হাসপাতালে রোগীর চিকিৎসা করাতে আসা চিকিৎসকেরা সকলে পরে রয়েছেন হেলমেট। নার্সদের মাথায়ও রয়েছে হেলমেট। রাজ্যের অন্যতম বড় সরকারি হাসপাতালের দুর্দশার বিরুদ্ধে প্রতিবাদেই চিকিৎসক ও নার্সরা এই মূর্তি ধারণ করেছেন।

হায়দরাবাদে হেলমেট পরে রোগীর চিকিৎসা নার্স, চিকিৎসকদের

তেলেঙ্গানার অন্যতম বড় এই হাসপাতালে প্রতিবাদস্বরূপ চিকিৎসকেরা হাসপাতালের ওয়ার্ডে রোগী না দেখে গাছের তলায় রোগী দেখছেন। কারণ অভিযোগ, জরাজীর্ণ সিলিং থেকে প্রতি মুহূর্তে পলেস্তারা খসে পড়ছে। সেই সিমেন্টের চাঁই কখন কাকে আঘাত করবে তা ঠাহর করা সম্ভব নয়। দুর্ঘটনা যেকোনও মুহূর্তে ঘটতে পারে।

ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের জয়েন্ট অ্যাকশন কমিটির চেয়ারম্যান চিকিৎসক পান্ডা জানিয়েছেন, তেলাঙ্গানা সরকারের কাছে আমাদের আবেদন রয়েছে, যত তাড়াতাড়ি সম্ভব নতুন বিল্ডিং তৈরি করে সুস্থ পরিবেশে চিকিৎসক ও নার্সদের কাজ করার সুযোগ করে দিন।

[আরও পড়ুন: নতুন সভাপতি কে! প্রশ্ন রয়েই গেল, তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক হলেন সেই জয়া][আরও পড়ুন: নতুন সভাপতি কে! প্রশ্ন রয়েই গেল, তৃণমূল ছাত্র পরিষদের আহ্বায়ক হলেন সেই জয়া]

প্রসঙ্গত, ওসমানিয়া হাসপাতালের বিল্ডিংটি ১০০ বছরের বেশ পুরনো। ২০১৫ সালে মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও বিল্ডিং ভেঙে নতুন বিল্ডিংয়ের কথা বলেন। তবে পরে নামমাত্র সারিয়ে তা ছেড়ে দেওয়া হয়েছে। সেখানেই ভয়ঙ্কর পরিবেশে চিকিৎসক, নার্স থেকে রোগী সকলে থাকছেন ও চিকিৎসা করছেন।

[আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে ][আরও পড়ুন:২০১৯ লোকসভা ভোটে বিজেপির নেতৃত্বে অমিতই, সিদ্ধান্ত বিজেপিতে ]

[আরও পড়ুন: ভাঙচুরে ক্ষতিপূরণ ৭২ ঘণ্টায়! ধর্মঘট ব্যর্থ করতে নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের][আরও পড়ুন: ভাঙচুরে ক্ষতিপূরণ ৭২ ঘণ্টায়! ধর্মঘট ব্যর্থ করতে নজিরবিহীন পদক্ষেপ রাজ্য সরকারের]

English summary
Doctors wear helmets while treating patients at Osmania Hospital, Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X