For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ দিল্লি থেকে অসম জুড়ে ডাক্তারদের কর্মবিরতি! স্বাস্থ্য-অচলাবস্থার ছবি প্রকাশ্যে

ফাঁকা চেম্বার, নেই চিকিৎসক, বন্ধ ওপিডি, এমনই ছবি দেখা গেল দেশের একাধিক হাসপাতালে।

  • |
Google Oneindia Bengali News

ফাঁকা চেম্বার, নেই চিকিৎসক, বন্ধ ওপিডি, এমনই ছবি দেখা গেল দেশের একাধিক হাসপাতালে। দিল্লির এইমস হাসপাতালের তরফে জানানো হয়েছে এদিন দুপুর ১২ টা থেকে শুরু করে আগামীকাল সকাল ৬ টা পর্যন্ত রেসিডেন্ট ডাক্তাররা কর্মবিরতি পালন করবেন। এই ধর্মঘটের ডাক দিয়এছে আইএমএ। প্রসঙ্গত এনআরএস কাণ্ডের প্রতিবাদে আজ দেশের বিভিন্ন অংশে পালিত হচ্ছে চিকিৎসকদের কর্মবিরতি। যার ফলে চরম হয়রানির শিকার রোগী ও তাঁদের পরিবার।

রাজস্থানের ছবি

এনআরএসকাণ্ডে জুনিয়র চিকিৎসকদের বিদ্রোহের পাশে রাজস্থানের চিকিৎসকরাও। সেখানে ওপিডি বন্ধ থাকলেও জরুরি পরিষেবা খোলা রয়েছে। তবে চেম্বারে নেই চিকিৎসকরা।

এইমসের ঘোষণা

এদিন দুপুর ১২ টা থেকে আগামীকাল ভোর ৬ টা পর্যন্ত কর্মবিরতিতে বসেছেন দিল্লির এইমসের রেসিডেন্ট চিকিৎসকরা। তবে খোলা থাকছে আইসিইউ, ইমার্জেন্সি ও লেবার রুমের পরিষেবা।

দিল্লির প্রতিবাদ

এদিন মিছিল করে এইমস-এরক চিকিৎসকরা প্রতিবাদ জানান এনআরএস -এচিকিৎসকদের ওপর মারধরের ঘটনার। পাশাপাশি,তাঁরা দাবি করেছেন অচলাবস্থা কাটাতে সরকারী উদ্যোগেরও।

রোগীদের চরম হয়রানি

বারাণসীর সুন্দরলাল হাসপাতালে চিকিৎসকদের ধর্মঘটের জেরে একাধিক রোগী ও তাঁদের পরিবারের অস্বস্তি চরমে ওঠে । সেখানে হিন্দিু বিশ্ববিদ্যালয়ের তরফেও এদিন কর্মবিরতিতে যোগদেন চিকিৎসকরা।

ভুবনেশ্বর

ভুবনেশ্বরেও একই ছবি বর্তমান। সেখানের চিকিৎসকরাও রয়েছেন কর্মবিরতিতে।

ঝাড়খণ্ড

বাংলার চিকিৎসকদের পাশে থেকে রয়েছেন ঝাড়খণ্ডের চিকিৎসকরা। তাঁরাও এদিন রাঁচিতে অবস্থান শুরু করে। চিকিৎসকদের মারধরের প্রতিবাদে তাঁরাও আজ কর্মবিরতিতে।

অসম

অসমের চিকিৎসকদের তরফেও এদিন ধর্মঘট এদিন চলে। অসমও বাংলার পাশে রয়েছে এনআরএসকাণ্ড ঘিরে।

English summary
Doctors' pan-India strike update, massive health Service problem arise.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X