For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মৃত সন্তান প্রসব মরণাপন্ন অন্তঃসত্ত্বার, ওটি রুমেই প্রায় হাতাহাতি দুই চিকিৎসকের, ভাইরাল হল ভিডিও

অপারেশন টেবিলে সংকটজনক অন্তঃসত্ত্বাকে রেখেই তর্কে জড়ালেন দুই চিকিৎসক। একে অপরের নাম নিয়ে তর্ক করলেন,হুমকিও দিলেন একে অপরকে। অচৈতন্য রোগীকে মাঝে রেখে দুই চিকিৎসকের ঝামেলার ছবি তুললেন তাঁদেরই সহকর্মী

  • |
Google Oneindia Bengali News

অপারেশন টেবিলে সংকটজনক অন্তঃসত্ত্বাকে রেখেই তর্কে জড়ালেন দুই চিকিৎসক। একে অপরের নাম নিয়ে তর্ক করলেন, হুমকিও দিলেন একে অপরকে। অচৈতন্য রোগীকে মাঝে রেখে দুই চিকিৎসকের ঝামেলার ছবি তুললেন তাঁদেরই এক সহকর্মী।

ঘটনাটি ঘটেছে রাজস্থানের যোধপুরের সবচেয়ে বড় হাসপাতাল উমেইদ হাসপাতালে।

মৃত সন্তান প্রসব মরণাপন্ন অন্তঃসত্ত্বার, ওটি রুমেই প্রায় হাতাহাতি দুই চিকিৎসকের, ভাইরাল হল ভিডিও

বাক যুদ্ধ চলছিল প্রসূতি বিশেষজ্ঞ চিকিৎসক অশোক নৈনওয়াল এবং অ্যানাস্থেটিস্ট এমএল টাকের মধ্যে।
অপারেশন টেবিলে থাকা ওই মহিলার গর্ভের মধ্যেই সন্তানের মৃত্যু হয়েছে। তাই তাঁর দ্রুত অস্ত্রোপচারের প্রয়োজন। সেই সময়, অন্তঃসত্ত্বা কিছু খেয়েছিলেন কিনা, তা নিয়ে প্রশ্ন করেন চিকিৎসক নৈনওয়াল। চিকিৎসক টাক পরীক্ষাটি এক জুনিয়র চিকিৎসককে করতে বলেন। সেখানেই বিরোধিতা করেন চিকিৎসক নৈনওয়াল।

"আপনি আপনার সীমার মধ্যে থাকুন" প্রসূতি বিশেষজ্ঞ নৈনওয়াল বলেন অ্যানাস্থেটিস্ট এমএল টাককে। এক পরেই দুজনের মধ্যে বাক যুদ্ধ শুরু হয়ে যায়। অন্তঃসত্ত্বাকে ঘিরে একে অপরের নাম নিয়ে তর্ক করেন, হুমকিও দেন একে অপরকে। টিমের এক চিকিৎসক এবং এক নার্স তাঁদেরকে থামানোর চেষ্টা করেন। অপারেশন টেবিলের সামনে চলা তর্ক নিয়ে সতর্কও করেন তাঁরা, কিন্তু ব্যর্থ হন।

ঘটনায় জেরে দুই চিকিৎসককেই সাসপেন্ড করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের সুপার রঞ্জনা দেশাই বলেছেন যে, এই ঘটনা খুবই লজ্জাজনক।

English summary
Doctors fight during emergency operation caught on camera, baby died
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X