লক্ষণের উপর নির্ভর করেই করোনা আক্রান্তদের তিনটি স্তরে চিহ্নিত করা হচ্ছে
রোগীদের লক্ষণের উপর নির্ভর করেই করোনা আক্রান্তদের তিনটি স্তরে চিহ্নিত করছেন চিকিৎসকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, তিনটি স্তরে করোনা আক্রান্ত রোগীদের ভাগ করে সেই অনুযায়ী চিকিৎসা এবং পরিষেবা দিচ্ছেন চিকিৎসকরা।

প্রথম স্তরে রাখা হচ্ছে করোনা সন্দেহে ভর্তি যাঁরা। এঁদের জ্বরের সঙ্গে সামান্য শ্বাসকষ্ট রয়েছে। ইনফ্লুয়েঞ্জার মতো পরিস্থিতি রয়েছে যাঁেদর তাঁদের চিহ্নিত করা হচ্ছে এই স্তরে। সেই মত তাঁদের চিকিৎসা, পরিষেব এবং নজরদারি করা হচ্ছে।
দ্বিতীয় স্তরে রয়েছেন তাঁরা যাঁদের নিউমোিনয়া রয়েছে। কিন্তু সেরকম কোনও বড় অসুখ নেই। শ্বাসকষ্টও তেমন প্রবল নয়। তাঁদের মাঝির স্তরে রাখা হচ্ছে। উপসর্গ অনুযায়ী চলছে চিকিৎসা এবং পরিষেবা দান।
তৃতীয় স্তরে রয়েছেন তাঁরা যাঁরা ভীষণভাবে করোনা ভাইরাসে কাবু। যাঁদের জাঁকিয়ে বসেছে নিউমোনিয়া। তার সঙ্গে চলছে প্রবল পরিানে শ্বাসকষ্ট। তাঁদের ভেন্টিলেশনে রাখা হচ্ছে। এবং ঘন্টায় ঘন্টায় নজরদারি চালানো হচ্ছে।
এই ভাবেই চলছে গোটা দেশে করোনা রোগীদের চিকিৎসা পরিষেবা।