For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাক্তারদের ঘুষ খাওয়ার ছবি ক্যামেরাবন্দি, হইচই সংসদে

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ঘুষ
নয়াদিল্লি, ১২ অগস্ট: একজন চাইলেন দেড়লাখি ডিজিটাল ক্যামেরা। একজন আই-প্যাড। ডাক্তারদের কীর্তিকলাপ দেখে থ সারা দেশ! মঙ্গলবার সংসদে এ নিয়ে বিস্তর হইচই হওয়ায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

দেশে ডাক্তারদের একাংশ কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে উঠেছেন, তা নিয়ে একটি স্টিং অপারেশন চালায় এনডিটিভি। সংশ্লিষ্ট চ্যানেলের সাংবাদিকরা ওষুধ কোম্পানির এজেন্ট সেজে হাজির হন ডাক্তারদের কাছে। ওষুধ কোম্পানিগুলি চাহিদা মতো জিনিস বা টাকা দেবে, তার বিনিময়ে ডাক্তাররা সংশ্লিষ্ট কোম্পানির ওষুধ রোগীদের ব্যবহার করতে বলবেন, এই ছিল শর্ত। সাংবাদিকরা গোপন ক্যামেরা নিয়ে হাজির হন ডাক্তারদের কাছে। একজন বলেন, তাঁর শখ ছবি তোলা। তাই একটা ডিজিটাল ক্যামেরা হলে ভালো হয়। কোন মডেল জানতে চাইলে সেই ডাক্তার একটি দেড় লাখ টাকা দামের ক্যামেরার কথা বলেন। আর এক ডাক্তার বলেন, তাঁর ছেলে অনেকদিন ধরে আই-প্যাড চাই বলে বায়না করছে। কোন মডেলের আই-প্যাড জানতে চাওয়া হলে তিনি নির্লজ্জভাবে ছেলেকে ফোন করেন। তার পর জেনে নিয়ে বলেন, আই-প্যাড মিনি চাই। রেটিনা ডিসপ্লে-সহ। ৩২ জিবি মেমরি থাকতে হবে! আর এক ডাক্তার সরাসরি দু'লাখ টাকা ঘুষ চেয়ে বসেন।

গোটা ঘটনা জানাজানি হতে এ দিন লোকসভা উত্তাল হয়ে ওঠে। সাংসদরা সরকারের কাছে জবাবদিহি চান। স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, এটা খুবই লজ্জাজনক ঘটনা। অভিযুক্তদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে সরকার।

ডাক্তারদের ওপর নজরদারি করে যে সংস্থা, সেই এমসিআই (মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া)-এর সদস্য জয়বীর সিং বলেন, "ডাক্তারদের পাশাপাশি ওষুধ কোম্পানিগুলিও দোষী। কারণ ঘুষ নেওয়াই শুধু নয়, ঘুষ দেওয়াটাও অপরাধ। তবে আপনাদের আশ্বাস দিচ্ছি, অভিযুক্ত ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এমসিআই।"

English summary
Doctors caught taking bribes, Centre and MCI promise stern action
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X