For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'অপারেশনের আগে দাড়ি কাটতে হবে মুসলিম রোগীদের', হাসপাতালের নির্দেশ ঘিরে শোরগোল মুম্বইয়ে

সমাজবাদী পার্টির অভিযোগ, বৃহন্মুম্বই হাসপাতালের চিকিৎসকেরা মুসলমান রোগীদের উদ্দেশ্যে হুলিয়া জারি করে বলেছেন, অপারেশন করাতে হলে তাদের দাড়ি কেটে আসতে হবে।

  • |
Google Oneindia Bengali News

সমাজবাদী পার্টির অভিযোগ, বৃহন্মুম্বই হাসপাতালের চিকিৎসকেরা মুসলমান রোগীদের উদ্দেশ্যে হুলিয়া জারি করে বলেছেন, অপারেশন করাতে হলে তাদের দাড়ি কেটে আসতে হবে। তারপরই শল্য চিকিৎসা হবে, নাহলে হবে না।

হাসপাতালের নির্দেশ ঘিরে শোরগোল মুম্বইয়ে

সপা নেতা রইস শেখের এই অভিযোগ ঘিরেই তোলপাড় শুরু হয়েছে। বৃহন্মুম্বই পুরসভার একটি ওয়ার্ডের পুরপিতা তিনি। দাবি করা হয়েছে, ছোটখাটো অপারেশনের আগেও মুসলমান রোগীদের দাড়ি কেটে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে বৃহন্মুম্বই হাসপাতাল আধিকারিক অজয় মেহতাকে লিখিত অভিযোগ জানিয়েছেন রইস শেখ। যা নিয়ে তিনি তীব্র অসন্তোষও প্রকাশ করেছেন। মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের সঙ্গে দাড়ি জড়িত। ফলে একান্ত প্রয়োজন ছাড়া এই হুলিয়া যাতে জারি না করা হয়, তাই অনুরোধ করেছেন রইস।

এর আগে বৃহন্মুম্বই কর্পোরেশনের স্কুলে সূর্য নমস্কারের নির্দেশ চালু হওয়ার পরে তার বিরুদ্ধে প্রতিবাদে রইস শেখ সরব হন।

English summary
Doctors at BMC-run hospitals in Mumbai ask Muslims to shave off beard before operation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X