For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোগী কাঁধে ৮ কিমি হাঁটলেন চিকিৎসক, ওড়িশার মালকানগিরির ভিডিও হল ভাইরাল

সদ্যোজাতসহ মহিলাকে কাঁধে নিয়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে এক চিকিৎসক পায়ে হেঁটে পাড়ি দিলেন প্রায় ৮ কিমি রাস্তা। এমন ঘটনাই ঘটল ওড়িশার মালকানগিরির সারিগেটা গ্রামে।

  • |
Google Oneindia Bengali News

সদ্যোজাতসহ মহিলাকে কাঁধে নিয়ে চিকিৎসা কেন্দ্রে পৌঁছতে এক চিকিৎসক পায়ে হেঁটে পাড়ি দিলেন প্রায় ৮ কিমি রাস্তা। এমন ঘটনাই ঘটল ওড়িশার মালকানগিরির সারিগেটা গ্রামে।

রোগী কাঁধে ৮ কিমি হাঁটলেন চিকিৎসক, ওড়িশার মালকানগিরির ভিডিও হল ভাইরাল

সন্তান সম্ভাবা মহিল প্রসব বেদনার খবর পেয়ে ওড়িশার মালকানগিরির সারিগেটা গ্রামে যান চিকিৎসক ওমকার হোতা। পাপলুর হাসপাতালের চিকিৎসক চিকিৎসক ওমকার হোতা।

ঘটনাস্থলে পৌঁছতে পৌঁছতে অনেকটাই রক্তক্ষরণ হয়ে গিয়েছিল ওই মহিলার। চিকিৎসক ওমকার হোতা সন্তান প্রসব করান। কিন্তু প্রসূতির অবস্থা খারাপ হওয়ায় তাঁকে হাসপাতালে ভর্তি করা জরুরি ছিল।

রোগী কাঁধে ৮ কিমি হাঁটলেন চিকিৎসক, ওড়িশার মালকানগিরির ভিডিও হল ভাইরাল

সেই গ্রাম থেকে বড় হাসপাতালে দূরত্ব প্রায় ৮ কিমি। পথও দুর্গম। প্রসূতির আত্মীয়দের সঙ্গে সদ্যোজাত ও প্রসূতিকে একটি খাটিয়ায় তুলে দড়িতে ঝুলিয়ে নিয়ে আট কিমি রাস্তা পাড়ি দেন চিকিৎসক ওমকার হোতা। আপাত সুস্থই আছেন ওই সদ্যোজাত এবং ওই মহিলা।

স্ত্রী কিংবা অন্য পরিজনের দেহ ঘাড়ে বয়ে নিয়ে যাওয়ার ছবিটা আমাদের কাছে পরিচিত। কিন্তু এক চিকিৎসক রোগীর সঙ্গে এই পথ অতিক্রম করাটা অনেকটাই বিরল ঘটনা। চিকিৎসকদের মধ্যে এখনও যে মানবিকতা রয়েছে তা ওমকার হোতার মতো চিকিৎসকের কাজ থেকেই পরিষ্কার।

English summary
Doctor carries woman on cot for 8 km in malkangiri of Odisha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X