For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাতারাতি খবরের শিরোনামে বিচারপতি নাগারত্না, জানেন কি তিনিই হতে চলেছেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি

রাতারাতি খবরের শিরোনামে বিচারপতি নাগারত্না, জানেন কি তিনিই হতে চলেছেন দেশের প্রথম মহিলা প্রধান বিচারপতি

Google Oneindia Bengali News

নোট বাতিলের বিপক্ষে রায় দিয়ে রাতারাতি খবরের শিরোনামে চলে এসেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগারত্না। পাঁচ বিচারপতির বেঞ্চে একমাত্র তিনিই নোট বাতিলের সিদ্ধান্তের বিপক্ষে ছিলেন। জানেন কি এই বিচারপতি নাগারত্নাই ২০২৭ সীলে ভারতের প্রধান বিচারপতি হতে পারেন। সিনিয়রিটির সারিতে ২০২৭ সালে সুপ্রিম কোর্টে তিনিই সবচেয়ে সিনিয়র বিচারপতি হবেন। তাঁর অবসরও সেই মাসেই। ৩৬ দিনের জন্য হলেও দেশের প্রধান বিচারপতির আসনে বসবেন তিনি।

নোট বাতিলের বিপক্ষে মত বিচারপতির

নোট বাতিলের বিপক্ষে মত বিচারপতির

গতকাল কেন্দ্রের নোট বাতিলের সিদ্ধান্ত অবৈধ দাবি করে মামলার রায়দান করেছে শীর্ষ আদালত। পাঁচ বিচারপতির বেঞ্চে হয়েছে মামলার রায়দান। সেই রায়দানে কেন্দ্রের পক্ষেই মত পোষণ করেছেন চার বিচারপতি বিভি নাগারত্না। তিনি বলেছিলেন, কেন্দ্রের এই সিদ্ধান্ত অনৈতিক। দেশের মানুষের স্বার্থের সঙ্গে জড়িয়ে ছিল নোট বাতিলের সিদ্ধান্ত। সংসদে বিল পেশ করে বিরোধীদের মতামত নিয়ে এই সিদ্ধান্ত নিতে পারত কেন্দ্র। বিরোধীরা সহমত না হলে অর্ডিন্যান্স জারি করেও সরকার নোট বাতিলের সিদ্ধান্ত নিতে পারত।

কে এই নাগারত্না

কে এই নাগারত্না

গতকাল নোট বাতিলের রায় প্রকাশিত হওয়ার পর থেকেই খবরের শিরোনামে রয়েছেন বিচারপতি নাগারত্না। তিনি দেশের প্রাক্তন প্রধানবিচারপতি ইএস ভেঙ্কাটাকরামাইয়ার মেয়ে। জন্মেছিলেন ১৯৬২ সালে ৩০ অক্টোবর। ১৯৮৭ সাল থেকে তিনি আইনজীবী হিসেবে কাজ করছেন। প্রথম জীবনে বেঙ্গালুরুতে প্র্যাক্টিস শুরু করেছিলেন তিনি। তারপরে ২০০৮ সালে কর্নাটক হাইকোর্টে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০১০ সাল থেকে সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে রয়েছেন। সব ঠিক থাকলে ২০২৭ সালের ২৩ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত হবেন তিনি। তাহলে তিনিই হবেন সুপ্রিম কোর্টের প্রথম মহিলা প্রধানবিচারপতি। তার বাবা দেশের প্রাক্তন প্রধান বিচারপতি ইএস ভেঙ্কটারামাইয়া ১৯৮৯ সালে ৬ মাস প্রধানবিচারপতির পদে ছিলেন।

বাক স্বাধীনতা নিয়ে বিচারপতির পর্যবেক্ষণ

বাক স্বাধীনতা নিয়ে বিচারপতির পর্যবেক্ষণ

মঙ্গলবার বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা নিয়ে পর্যবেক্ষণে বিচারপতি নাগারত্না জানিয়েছেন, ভারতের মত গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতা অত্যন্ত জরুরি। কারণ এতে সরকারের অপমান নয় সরকারের কাজের আরও উন্নতি হয়। আরও ভাল পরিষেবা পেতে পারেন মানুষ। বিচারপতির এই পর্যবেক্ষণও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

খবরের শিরোনামে নাগারত্না

খবরের শিরোনামে নাগারত্না

গতকাল নোটবাতিল মামলার রায়দানের পর থেকেই খবরের শিরোনামে চলে এসেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাগারত্না। নোটবাতিলের মামলা যে পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি এবং রায়দান হয়েছে। সেই বেঞ্চে ছিলেন বিচারকপতি নাগারত্না। চার বিচারপতি একমত হলেও নাগারত্না এক মত হতে পারেননি। চার বিচারপতির রায়ই স্বীকৃতি পেয়েছে। কারণ সংখ্যা গরিষ্ঠ মত যেদিকে থাকবে সেই রায়ই ঘোষণা করা হয়ে থাকে। গতকাল নোটবাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে জানিয়ে সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত সব মামলা খারিজ করে দিয়েছে।

সব দায় মানিকের! কীভাবে টাকার লেনদেন করতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, বললেন ঘনিষ্ঠ তাপস মণ্ডল সব দায় মানিকের! কীভাবে টাকার লেনদেন করতেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, বললেন ঘনিষ্ঠ তাপস মণ্ডল

English summary
Justice Nagarathna may be India's First woman CJI
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X