For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

RVM: কীভাবে কাজ করে রিমোর্ট ভোটিং মেশিন? কীভাবে দেশের যেকোনও প্রান্ত থেকে দেওয়া যাবে ভোট? জেনে নিন

RVM: কীভাবে কাজ করে রিমোর্ট ভোটিং মেশিন? কীভাবে দেশের যেকোনও প্রান্ত থেকে দেওয়া যাবে ভোট? জেনে নিন

Google Oneindia Bengali News

পরীযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার রিমোট ভোটিং মেশিন চালু করতে চলেছে নির্বাচন কমিশন। অর্থাৎ কর্মসূত্রে যে যেখানেই থাকুন তাঁকে আর বাড়িতে ফিরে এসে ভোট দিতে হবে না। দেশের যেকোনও প্রান্ত থেকেই তিনি ভোট দিতে পারবেন। আগামী ১৬ জানুয়ারি এই ভোটিং মেশিনের যাবতীয় প্রক্রিয়া দেখানো হবে সব রাজনৈতিক দলকে।

রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন

রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন

ইভিএমের পর এবার রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। দেশবাসীর সুবিধার্থেই এই নতুন ভোটিং মেশিনের মাধ্যমে নির্বাচন করানোর প্রস্তুতি নিচ্ছে কমিশন। এই মেশিনের মাধ্যমে দেশের যেকোনও প্রান্ত থেকে ভোট দিতে পারা যাবে। মূলত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখেই এই ভোটিং মেশিন তৈরি করা হয়েছে। কারণ ভোট হলেই বাইরে যাঁরা কাজ করেন তাঁদের বাড়িতে ফিরে এসে ভোট দিতে হত। অনেকেই বাড়ি ফিরতে পারতেন না। তার ফলে তাঁদের ভোট দেওয়া হত না অথবা তাঁর জায়গায় অন্য কেউ ভোট দিয়ে দিতেন। সকলের ভোটাধিকার যাতে সুরক্ষিত থাকে সেকারণেই এই রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন কার্যকর করা হয়েছে।

কীভাবে পরিযায়ী শ্রমিকরা সুবিধা পাবেন

কীভাবে পরিযায়ী শ্রমিকরা সুবিধা পাবেন

সামনেই আসছে লোকসভা নির্বাচন। তার আগে যাতে এই নতুন ভোটিং মেশিন কার্যকর করা যায় তার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন। ২০১৯ সালে ৬৭.৪ শতাংশ ভোটার ভোট দিয়েছিলেন। কিন্তু ৩০ কোটি ভোটার ভোট দিতে পারেননি। এই ৩০ কোটি ভোটারের অধিকাংশই ছিলেন পরিযায়ী শ্রমিক। তাঁরা কাজের সূত্রে বাড়ির বাইরে থাকেন। ভোটের সময় ছুটি পাননি বা ছুটি পেলেও আসতে পারেননি। এই ৩০ কোটি ভোটার যাতে ভোট দিতে পারেন সেকারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ইভিএমের দৌলতে যে যেখানেই কাজ করুন সেখান থেকেই নিজের ভোটাধিকার দিতে পারবেন।

বিশেষ প্রযুক্তিতে তৈরি

বিশেষ প্রযুক্তিতে তৈরি

বিশেষ প্রযুক্তিতে তৈরি করা হয়েছে এই রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন। যাতে একসঙ্গে ৭৫টি লোকসভা অথবা বিধানসভা কেন্দ্রের নাম থাকতে পারে। এবং এটি চালু রাখার জন্য আলাদা করে কোনও কানেকটিভিটি তৈরির প্রয়োজন নেই। কীভাবে কাজ করবে এই রিমোট ইলেকট্রনিক মেশিন তা জানতে আগামী ১৬ জানুয়ারি সব রাজনৈতিক দলকে তলব করা হয়েছে। তাদের এই রিমোট ভোটিং মেশিন নিয়ে সব তথ্য জানানো হবে। এবং কীভাবে কাজ করবে মেশিনটি সেটাও দেখানো হবে।

ভোটিং প্রক্রিয়ার আধুনিকীকরণ

ভোটিং প্রক্রিয়ার আধুনিকীকরণ

আগে ব্যালটে ভোট নেওয়া হত। সেখান থেকে ইভিএম চালু করা হয়েছে। এখন পুরসভা ভোটও ইভিএমে হচ্ছে। কিন্তু এই ইভিএমেও একাধিক গলদের অভিযোগ ধরা পড়ে। সেকারণে ক্রমাগত ইভিএমের আধুনিকীকরণের প্রক্রিয়া করে চলেছে। তার অন্যতম অংশ এই রিমোট ইলেকট্রনিক ভোটিং মেশিন। যাতে দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিক নিজের ভোটাধিকার প্রয়োগ করে সরকার নির্বাচিত করতে পারেন তার প্রক্রিয়াই করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য ইভিএমেও কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন বিরোধীরা।

মমতা ব্যানার্জির জন্মদিন: ছাত্র অবস্থায় বাবার মৃত্যু থেকে দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী-বাংলার মুখ্যমন্ত্রীমমতা ব্যানার্জির জন্মদিন: ছাত্র অবস্থায় বাবার মৃত্যু থেকে দেশের প্রথম মহিলা রেলমন্ত্রী-বাংলার মুখ্যমন্ত্রী

English summary
Do you know remot voting machine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X