For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউন শিথিল হলেও একদিন সামাজিক দূরত্ব লঙ্ঘিত হলে কী হতে পারে জানেন কী

লকডাউন শিথিল হলেও একদিন সামাজিক দূরত্ব লঙ্ঘিত হলে কী হতে পারে জানেন কী

  • |
Google Oneindia Bengali News

একদিন সামাজিক দূরত্ব লঙ্ঘিত হলে প্রায় আড়াই দিন পর্যন্ত বৃদ্ধি পায় সংক্রমণের সম্ভাবনা। করোনা সংক্রমণের উপর সদ্য প্রকাশিত একটি গবেষণা পত্র থেকে এমনটাই জানা যাচ্ছে। করোনা কবলিত প্রায় ৫৮ টি শহরের উপর সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে বলেও খবর।

লকডাউন শিথিল হলেও একদিন সামাজিক দূরত্ব লঙ্ঘিত হলে কী হতে পারে জানেন কী

তাই বর্তমানে লকডাউন শিথিল হলেও সোশ্যাল ডিট্যান্সিংয়ের উপর আরও জোর দিতে বলছেন বিশেষজ্ঞরা। 'ইমার্জিং ইনফেকসাস ডিজিজ’ নামের একটি জার্নালে সদ্য এই গবেষণাপত্রটি প্রকাশিত। বিশ্বের যে সমস্ত শহরে সামাজিক দূরত্বের বিধিনিষেধ লঘু হতে সময় লেগেছে সেখানেই দ্রুততার সঙ্গে করোনা সংক্রমণ ছড়িয়েছে বলেও দেখা যাচ্ছে।

অস্টিনের ইউনিভার্সিটি অব টেক্সাসের (ইউটিআই অস্টিন) গবেষকরা এই ক্ষেত্রে চিনের শহর গুলি থেকে থেকে প্রাপ্ত তথ্যেরও চুলচেরা বিশ্লেষণ করেন বলে জানা যায়। করোনা সংক্রমণের গোরা থেকে এর বিশালাকারে প্রাদুর্ভাব পর্যন্ত পাওয়া তথ্যের বিশ্লেষণ করা হয়। তারপরেই দেখা যায় প্রথম সংক্রমণ দেখা যাওয়ার পর সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করতে প্রতি একদিনের দেরিতে ২.৪ দিন করে বেড়েছে প্রাদুর্ভাবের সময়।

English summary
Do you know what can happen if the lockdown is relaxed but one day the social distance is not accepted
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X