মহারাষ্ট্রের সাঙ্গলিতে করোনায় আক্রান্ত একই পরিবারের ২৫ জন, কীভাবে ছড়াল সংক্রমণ
মহারাষ্ট্রের সাঙ্গলিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন একই পরিবারের ২৫ জন। কীভাবে সংক্রমণ ছড়াল এঁদের মধ্যে এই নিয়ে গবেষণা শুরু হয়েছে। গত ২৩ মার্চ এই পরিবারের চার জন সদস্য সৌিদ আরব থেকে ফিরে আসেন। তার একসপ্তাহের মধ্যেই পরিবারের ২১ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে। তার মধ্যে ২ বছরের শিশুও রয়েছে।

ভারতে এখনও গোষ্ঠি সংক্রমণ শুরু করেনি করোনা ভাইরাস। তারপরেও কী করে এত কম সময়ের মধ্যে একই পরিবারের ২৫ জন সংক্রমিত হল তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন চিকিৎসকরা। এলাকার কালেক্টর অভিজিৎ চৌধুরি জানিয়েছেন তাঁরা একটি ঘিঞ্জি এলাকার মধ্যে বাস করত। ছোট্ট জায়গায় একসঙ্গে অনেক জন সংক্রামিতদের সঙ্গে বাস করার কারণেই এই সংক্রমণ ছড়িয়েছে।
সেই পরিবারের ৪৭ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এরা সকলেই এই আক্রান্ত ২৫ জনের সংস্পর্শে এসেছিলেন। একই সঙ্গে এলাকার ৩২৫ জনকে নজরে রাখা হয়েছে। তাঁরাও কোনও না কোনও ভাবে করোনা আক্রান্ত ২৫ জনের সংস্পর্শে এসেছিলেন।
করোনায় ত্রস্ত দেশ, প্যানিক মোকাবিলায় এলপিজির বুকিংএ-র সময়সীমা নির্দিষ্ট করল সংস্থাগুলি