For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Independence Day 2021: জানেন কি ভারত ছাড়াও ১৫ অগস্টের দিন বিশ্বের এই পাঁচ দেশও স্বাধীনতার আনন্দ ভোগ করে

৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠবে গোটা দেশ। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের আগে সেজে উঠছে গোটা দেশ। তবে গত বছরের মতো এই বছরও করোনার আতঙ্ক রয়েছে। কিন্তু সমস্ত জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

  • |
Google Oneindia Bengali News

৭৫ তম স্বাধীনতা দিবসে মেতে উঠবে গোটা দেশ। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। স্বাধীনতা দিবসের আগে সেজে উঠছে গোটা দেশ। তবে গত বছরের মতো এই বছরও করোনার আতঙ্ক রয়েছে। কিন্তু সমস্ত জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।

কিন্তু বছরে একটা দিন! স্বভাবত দেশের মানুষ যে আনন্দ উৎসবে মেতে উঠবে এটাই স্বাভাবিক।

আলোর রোশনাইতে সাজিয়ে তোলা হচ্ছে গোটা রাজধানী দিল্লিকে। সেজে উঠেছে লালকেল্লা। অতিথিদের স্বাগত জানাতে লালকেল্লাকেও সাজিয়ে তোলা হয়েছে।

কিন্তু আপনি কি জানেন শুধু ভারত নয়, ১৫ অগস্ট বিশ্বের এই পাঁচ দেশ স্বাধীনতার আনন্দ ভোগ করে। কারণ ভারতের সঙ্গে বিশ্বের এই দেশগুলিও ১৫ অগস্ট স্বাধীন হয়ে ছিল। ভারতের পাশাপাশি এই দেশগুলিও সেজে উঠছে তাঁদের স্বাধীনতা দিবসের জন্যে।

এই প্রতিবেদনে সেই দেশগুলির বিষয়ে আরও বিস্তারিত জানানো হল-

বাহারিন (bahrain)

বাহারিন (bahrain)

Dilmun Civilisation-এর অন্যতম প্রাচীন ভূমি বাহারিন। দীর্ঘদিন এই দেশও পরাধীনতার গ্লানি ভোগ করেছে। দীর্ঘ ইংরেজ শাসনের মধ্যে কাটাতে হয়েছে এই দেশের মানুষকেও। যদিও দীর্ঘ লড়াইয়ের পর স্বাধীন বিশ্বের এই ছোট্ট দেশটি। কিন্তু জানেন কি ভারতের মতো ১৫ অগস্টেই ইংরেজদের হাত থেকে মুক্তি পেয়ে প্রথম স্বাধীনতার স্বাদ পায় এই দেশের মানুষ। তবে ১৯৪৭ নয়, ১৯৭১ সালে ১৫ অগস্ট স্বাধীন হয় এই দেশ। তবে বাহারিন ১৬ ডিসেম্বর তাঁদের রাষ্ট্রীয় দিবস পালন করে থাকে। কারণ সেই দিন তাঁদের রাজা Isa bin Salman Al Khalifa সিংহাসনে বসে ছিলেন। শুধু ব্রিটিশ শাসন নয়, আরবিয়া, পর্তুগালের মতো বিহু দেশ বাহারিনের উপর শাসন চালিয়েছে।

ভারত (india)

ভারত (india)

দীর্ঘ ২০০ বছরের ইংরেজ শাসন ছিল ভারতের উপর। আর ভারতমাতাকে ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি করতে রক্ত দিতে হয়নি। হাজার হাজার স্বাধীনতা সংগ্রামীর মৃত্যু হয়েছে ব্রিটিশদের হাতে। দীর্ঘ লড়াই শেষে ভারত বর্ষ পেয়েছে মুক্তির স্বাদ। ১৯৪৭ সালের ১৫ অগস্ট ভার‍তের আকাশে নতুন সূর্যদয়। মুক্তির স্বাদ পেল দেশের মানুষ। এই মুহূর্তের বিশ্বের সবথেকে বড় Democratic Country হিসাবে দাঁড়িয়ে এই মুহূর্তে ভারত। ১৫ অগস্ট ভারতের ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনে প্রধানমন্ত্রী লালকেল্লাতে পতাকা উত্তোলন করেন এবং দেশের মানুষের কাছে প্রতিনিধি হিসাবে বক্তব্য তুলে ধরেন। ১৫ অগস্ট উপলক্ষে গোটা দেশ সেজে ওঠে।

রিপাবলিক অফ কঙ্গো (Congo)

রিপাবলিক অফ কঙ্গো (Congo)

ডিমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো (Congo) দীর্ঘদিন পরাধীনতার জ্বালা ভোগ করেছে। ফরাসিদের হাতে বন্দি হয়ে থাকতে হয়েছে এই দেশের মানুষকে। তবে এই দেশও ১৫ অগস্ট স্বাধীনতার উতসবে মেতে ওঠে। কারণ ১৯৬০ সালের ১৫ অগস্ট স্বাধীনতার স্বাদ প্রথম পেয়েছিল। এরপর প্রতি বছর ১৫ অগিস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে এই দেশের মানুষ। মধ্য আফ্রিকার ছোট্ট একটি দেশ এটি। ১৮৮০ সালে ফ্রান্সের শাসন ব্যবস্থার অধীনে চলে গিয়েছিল এই দেশ। প্রথমে এই দেশ French Congo-এর নামে পরিচিত হত। ১৯০৩ সালে Middle Congo নামে পরিচিত হতে থাকে। তবে স্বাধীনতার পর Fulbert Youlou দেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে নিযুক্ত হন। ১৯৬৩ সাল পর্যন্ত তাঁর হাতে ছিল শাসন ক্ষমতা।

নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া! (north-south koria)

নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া! (north-south koria)

নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়া! এই দুই কোরিয়া দেশ ১৫ অগস্ট নিজেদের স্বাধীনতা দিবস পালন করে থাকে। প্রত্যেক বছর ১৫ অগস্টের দিন দুই দেশ ছুটিতে থাকে। জাপানের হাত থেকে মুক্তির স্বাদ ১৪ অগস্ট পেয়েছিল এই দুই দেশ। আর তাই বিভিন্ন ভাবে উত্তর এবং দক্ষিণ কোরিয়া তাঁদের স্বাধীনতা দিবস উদযাপন করে থাকে। ১৯৪৫ সালে আমেরিকা এবং সোবিয়েতের সেনা বাহিনী মিলে কোরিয়ার উপর আঘাত হানে। আর ৩৫ বছরের জাপানের সাম্রাজ্যের খতম হয়। শুধু তাই নয়, স্বাধীন একটা দেশ হিসাবে ঘোষণা করা হয়। ১৯৪৫ সালে এইদিনেই দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। এরপর সোবিইয়তের সমর্থনে নর্থ কোরিয়া এবং আমেরিকার সমর্থনে সাউথ কোরিয়ার মধ্যে ভাগাভাগি হয়ে যায়।

লিচিস্তিন (Liechtenstein)

লিচিস্তিন (Liechtenstein)

বিশ্বের সবথেকে ছোট দেশের মধ্যে একটি হল লিচিস্তিন (Liechtenstein)। ১৮৬৬ সালে জার্মানির হাত থেকে স্বাধীনতা পায় এই দেশটি। তবে ১৯৪০ সাল থেকে স্বাধীনতা দিবস হিসাবে ১৫ অগস্টকে বেছে নেয় এই দেশ। এই দিনকে সামনে রেখে গোটা দেশকে সাজিয়ে তোলা হয়। আলোর রোশনাই চোখে পড়ে সর্বত্র। শুধু তাই নয়, জাতীয় দিবস হিসাবে ১৫ অগস্ট ঘোষণা হওয়ার পর থেকে ছুটি ঘোষণা করা হ্যেছে।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Do you know 15th August is the independence day for another 5 countries except India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X