For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিস্ময়কর তথ্য ! ১ জন করোনা পজিটিভ রোগী কতজনকে আক্রান্ত করতে পারে জানেন কী

বিস্ময়কর তথ্য ! ১ জন করোনা পজিটিভ রোগী কতজনকে আক্রান্ত করতে পারে জানেন কী

  • |
Google Oneindia Bengali News

সামাজিক দূরত্ব বজায় না রাখলে দ্রুত গতিতে ছড়াতে সক্ষম করোনা। এবার এই বিষয়েই এদিন সতর্কবার্তা দিতে দেখা গেল স্বাস্থ্য মন্ত্রকের একজন কর্মকর্তাকে। তাই করোনা থেকে বাঁচতে লকডাউন মেনে চলা যে বাধ্যতামূলক তা আরও একবার স্মরণ করিয়ে দিলেন তিনি।

১ ব্যক্তিক থেকে ৪৩০ জনের সংক্রমণ

১ ব্যক্তিক থেকে ৪৩০ জনের সংক্রমণ

আইসিএমআরের একটি গবেষণা প্রদর্শন করে তিনি জানান সামাজিক দূর্ত মেনে না চললে ৩০ দিনের মধ্যে একজন করোনা আক্রান্ত রোগীর থেকে কমপক্ষে আরও ৪৩০ জন সুস্থ মানুষের শরীরে করোনার জীবানু ছড়াতে পারে। এই তথ্য সামনে আসার পরেই কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া হচ্ছে প্রশাসনের।

এপিডেমিওলজিক মেট্রিক পদ্ধতিতে চলছে গবেষণা

এপিডেমিওলজিক মেট্রিক পদ্ধতিতে চলছে গবেষণা

সূত্রের খবর, চিকিত্সা বিজ্ঞানের ভাষায়, এই ঘটনা আর-নুন্ট বা আর-জিরো হিসাবে পরিচিত। এটি আসলে একটি ভাইরাসের মৌলিক প্রজনন সংখ্যা। গাণিতিক ভাষায় এটাকে এপিডেমিওলজিক মেট্রিকও বলা হয়ে থাকে। এর আগে সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় যে ভারতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়ের মধ্যে রয়েছে।

সহজ ভাষায় স্টেজ টু ও থ্রি কিরম আকার ধারণ করে

সহজ ভাষায় স্টেজ টু ও থ্রি কিরম আকার ধারণ করে

পর্যায় ২ বলতে প্রধানত স্থানীয় ট্রান্সমিশনকে বোঝায়। যার অর্থ যে সমস্ত আক্রান্ত ব্যক্তির বিদেশ ভ্রমণের ইতিহাসে রয়েছে তাদের মাধ্যমে ভাইরাসটি ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারে ছড়িয়ে পড়ে। এই পর্যায়ে, সংক্রামিত ব্যক্তির সংস্পর্শে আসা প্রত্যেক ব্যক্তির সন্ধান এবং পৃথকীকরণ করা যায়। অন্যদিকে, পর্যায় ৩ যথেষ্ট উদ্বেগজনক কারণ এটি সম্প্রদায়ের সংক্রমণকে কেন্দ্র করে গড়ে ওঠে।

English summary
do you know 1 corona positive patients can infect how many people
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X