For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‌মাছি কি করোনা ভাইরাসের জীবাণু বহন করে? ‌জেনে নিন সত্যটি কি

‌মাছি কি করোনা ভাইরাসের জীবাণু বহন করে? ‌জেনে নিন সত্যটি কি

Google Oneindia Bengali News

করোনা ভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের খবর ছড়াচ্ছে বাজারে। সোশ্যাল মিডিয়াতে করোনা ভাইরাস নিরাময়ের উপায় সহ অন্য তথ্যও ছড়াচ্ছে, যার মধ্যে সব তথ্য সত্যও নয়। বিশেষ করে এই লকডাউনের সময় যেখানে দেশের স্বাস্থ্য ব্যবস্থার অবনতি ঘটেছে।

‌মাছি কি করোনা ভাইরাসের জীবাণু বহন করে? ‌জেনে নিন সত্যটি কি


সম্প্রতি এক সমীক্ষায় দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের জীবাণু বহন করে মাছি এবং তা দেশজুড়ে বিশাল আকার ধারণ করতে পারে। এই দু’‌মিনিটের ভিডিও টুইট করেছেন স্বয়ং অমিতাভ বচ্চনও। তিনি এ বিষয়ে বুঝিয়ে বলেছিলেন যে মাছিগুলি সংক্রামিত মলের সংস্পর্শে আসে এবং তা খাদ্য কণার ওপর বসে এই জীবাণুকে আরও ছড়িয়ে দেয়। এমনকী ওই সমীক্ষা এও দাবি করেছিল যে সংক্রামিত ব্যক্তিদের শ্বাস–প্রশ্বাসের নমুনাগুলির তুলনায় মলের নমুনায় ভাইরাসটি দীর্ঘ সময়ের জন্য সক্রিয় থাকে। কিন্তু কতটা সত্য এই তথ্য?

‌এ প্রসঙ্গে, স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছেন যে মাছির মাধ্যমে করোনা ভাইরাসের জীবাণু সংক্রমিত হয় না। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে লভ আগরওয়াল বলেন, '‌এটা সংক্রমিত রোগ ও মাছি বা মশার মধ্য দিয়ে তা ছড়ায় না। করোনার সংখ্যা বাড়ছে, কিন্তু তারমধ্যেও স্থিতীশীল পদ্ধতি রয়েছে। এটার কারণ সামাজিক দুরত্ব ও সংস্পর্শে আসা মানুষদের সনাক্তের মাধ্যমে।’‌

English summary
Recently, a Lancet study claimed that the coronavirus can find a viral carrier in houseflies and take gigantic proportions across the country,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X