For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'সংসদকে বাংলার বিধানসভায় পরিণত করবেন না', তৃণমূল-বিজেপি কাজিয়ায় ধমক ওম বিড়লার

  • |
Google Oneindia Bengali News

চিটফান্ড ইস্যুতে সংসদের শীতকালীন অধিবেশনের প্রথম দিনেই উত্তাল ছিল ভারতীয় গণতন্ত্রের পীঠস্থান। চিটফান্ড ইস্যুতে এদিন সংসদে রীতিমতো সুর চড়িয়ে বাংলার বিজেপি সাংসদরা অগ্নিগর্ভ বক্তৃতা দেন। কোনও মতেই হাল ছাড়েননি তৃণনমূলের দাপুটে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও। আর পরিস্থিতি এমন দিকে এগিয়ে যায়, যে স্পিকার ওম বিড়লা শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন 'সংসদকে বাংলার বিধানসভা করে তুলবেন না।'

 লকেটকে ধমক ওম বিড়লার

লকেটকে ধমক ওম বিড়লার

লকেট চট্টোপাধ্যায় সোমবারের শীতকালীন অধিবেশনের পারদ চড়িয়ে চিটফান্ড ইস্যুতে ক্রমাগত বিজেপিকে আক্রমণ করতে থাকেন। এমন সময় স্পিকার ওম বিড়লা লকেট চট্টোপাধ্যায়কে ধমকে বলেন,' লোকসভা অধিবেশনে পশ্চিমবঙ্গের বিধানসভা বানাবেন না ।'

কল্যাণের তোপ বিজেপিকে

কল্যাণের তোপ বিজেপিকে

চিটফান্ড আইন সংশোধনী বিলকে কেন্দ্র করে এদিন চরমে ওঠে তৃণমূল বিজেপি বাগযুদ্ধ। অধিবেশনের শুরুতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তোপ দেগে বলেন, 'কেন্দ্রকে অনুরোধ করছি , দয়া করে এবার সারদা তদন্ত গুটিয়ে নিন। আমরা যদি অন্যায় করে থাকি শাস্তি হোক। কিন্তু এটাকে ঝুলিয়ে রাখবেন না। '

লকেট উবাচ

লকেট উবাচ

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের পালা শেষ হতেই লকেট চট্টোপাধ্যায় সুর চড়াতে থাকেন। লকেট বলেন, পশ্চিমবঙ্গের 'চিটফান্ডের মাথাদের ধার হোক।' তিনি বলেন, ' চিটফান্ডে কোটি কোটি মানুষের চোখের জল লুকিয়ে আছে। পশ্চিমবঙ্গের শাসকদলের নেতা মন্ত্রীদের পকেটে চিট ফান্ডের টাকা গিয়েছে। '

 দিলীপের তোপ

দিলীপের তোপ

দিলীপ ঘোষও এদিন তুমুল সুর চড়়ান। তিনি বলেন,' পশ্চিমবঙ্গে চিটফান্ডের নামে টাকা একত্রিত করে ভোটকে প্রভাবিত করা হয়। এতে রাজ্য সরকারের মন্ত্রী থেকে তৃণমূল সাংসদরা জড়িত সবাই। ' এরপরই স্পিকার লকেটকে সতর্ক করেন।

English summary
Do not turn Lok Sabha into West Bengal Assembly: Speaker to BJP, TMC MPs.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X