For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রায়গড়ের জঙ্গলে উদ্ধার হাড়গোড় শিনারই, ডিএনএ মিলল ইন্দ্রাণীর সঙ্গে

  • |
Google Oneindia Bengali News

মুম্বই, ৭ সেপ্টেম্বর : রায়গড়ের ঘন জঙ্গলে মাটি খুঁড়ে উদ্ধার হওয়া মাথার খুলি ও হাড়গোড়ের ডিএনএ ও ইন্দ্রাণী মুখার্জীর ডিএনএ মিলে গিয়েছে। ফলে সেই দেহাবশেষ শিনারই, এব্যাপারে এখন নিশ্চিত করে বলতে পারছে মুম্বই পুলিশ।

২০১২ সালের এপ্রিল মাসে শেষবার দেখা গিয়েছিল শিনা বোরাকে। যদিও জনসমক্ষে তিনি ইন্দ্রাণী মুখার্জীর বোন বলে পরিচিত ছিলেন। যদিও কিছুদিন আগে শিনা বোরাকে খুনের দায়ে ইন্দ্রাণী মুখার্জীকে গ্রেফতার করতেই উঠে আসে একের পর এক তথ্য।

জঙ্গলে উদ্ধার হাড়গোড় শিনারই, ডিএনএ মিলল ইন্দ্রাণীর সঙ্গে


জানা যায়, শিনা আদতে ছিলেন ইন্দ্রাণীর বোন। এরপরই সামনে আসে একেরপর এক বিস্ফোরক তথ্য। ইন্দ্রাণী তার প্রাক্তন স্বামী সঞ্জীব খান্না ও ড্রাইভার শ্যাম রাইকে সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে শিনাকে খুন করেন বলে অভিযোগ জানানো হয়েছে।

গত মাসের শেষের দিকে গ্রেফতার হওয়া ইন্দ্রাণী ও শ্যাম রাইকে এদিন ফের একবার আদালতে হাজির করানো হলে আদালত ধৃতদের ১৮ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। অন্যদিকে আদালতের বিশেষ অনুমতি নিয়ে আর এক অভিযুক্ত সঞ্জীব খান্নাকে তদন্তের স্বার্থে কলকাতায় নিয়ে এসেছে মুম্বই পুলিশের একটি বিশেষ দল।

English summary
DNA Match Proves It's Sheena Bora's Corpse, Says Police
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X