For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট গণনায় কোভিড বিধিতে একাধিক রদবদলের দাবি, নির্বাচন কমিশনের দ্বারস্থ ডিএমকে

ভোট গণনায় কোভিড বিধিতে একাধিক রদবদলের দাবি, নির্বাচন কমিশনের দ্বারস্থ ডিএমকে

  • |
Google Oneindia Bengali News

বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিত, এবার বড় ব্যবধানে জিতে তামিলনাড়ুতে সরকার গড়তে পারে এম কে স্ট্যালিনের ডিএমকে-কংগ্রেস জোট। তবে আসল ফলাফল জানতে ২ মে পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে সকলকে। এদিকে সঙ্কটময় পরিস্থিতিতে ভোটগণনার সময় কোভিড বিধিতে একাধিক বদলের দাবি তুলল ডিএমকে। ফলপ্রকাশের আগে সমস্ত প্রার্থী ও ভোট কর্মীদের করোনা টিকার দুটি ডোজের মধ্যে অন্তত একটি ডোজ দেওয়ার দাবি জানালো ডিএমকে। এমনকী এই বিষয়ে নির্বাচন কমিশনের কাছে বিশেষ আবেদনও জানানো হয়েছে।

ভোট গণনায় কোভিড বিধিতে একাধিক রদবদলের দাবি, নির্বাচন কমিশনের দ্বারস্থ ডিএমকে

অন্যদিকে ভোট গণনার দিন যাতে সমস্ত কাউন্টিং এজেন্টরা পিপিই কিট পরেন সেই বিষয়টিও নিশ্চিত করার নির্দেশ আগেই দিয়েছে কমিশন। সেই প্রসঙ্গেও এদিন উদ্বেগ প্রকাশ করতে দেখা যায় ডিএমকে-কে। অন্যদিকে করোনা টিকাকরণ প্রসঙ্গে ডিএমকে-র দাবি, “এটা এখনও ঠিক জানা যায়নি করোনা সকল করোনা টিকার একটি না দুটি ডোজ নেওয়া প্রয়োজন। এদিকে বর্তমানে দেশের মধ্যে থাকা টিকা গুলির একটি ডোজ নিলে দ্বিতীয় ডোজের জন্য ৪ থেকে ৮ সপ্তাহ অপেক্ষা করা ছাড়া উপায় নেই।” একইসাথে মফস্বল অঞ্চলে ভ্যাকসিনের ডোজ পাওয়ার ক্ষেত্রে 'বড় অভাব' দেখা যাচ্ছে বলে জানাচ্ছেন ডিএমকের সম্পাদক তথা রাজ্য সভার সাংসদ আর এস ভারতী।

সংবাদমাধ্যমে খবর পরিবেশনে রাশ টানার দাবি, তোপের মুখে পড়ে ভাবমূর্তি বাঁচাতে মরিয়া নির্বাচন কমিশনসংবাদমাধ্যমে খবর পরিবেশনে রাশ টানার দাবি, তোপের মুখে পড়ে ভাবমূর্তি বাঁচাতে মরিয়া নির্বাচন কমিশন

এমতাবস্থায় সমস্ত নিয়ম মেনে দুটি ডোজ দেওয়া কার্যত অসম্ভব বলেই মনে করছে স্ট্যালিনের দল। অন্যদিকে সমস্ত কর্মীদের গণনা কেন্দ্রে আসার ৪৮ থেকে ৭২ ঘণ্টা আগে আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক ভাবে করা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে দলের তরফে। পাশাপাশই এই গরমের মধ্যে ১৪ থেকে ১৬ ঘণ্টা একটানা পিপিই কিট পরে তাকা অসম্ভব বলেই মনে করছেন আর এস ভারতী। এদিকে ডিএমকে-র এই দাবি নিয়ে ইতিমধ্যেই জোরদার চাপানৌতরও শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

English summary
DMK went to the Election Commission demanding a change in vaccination before the counting of votes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X