For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যুবরাজ' কটাক্ষের পাল্টা জবাব, মোদীর বাণেই মোদীকে বিদ্ধ করলেন স্ট্যালিন

Google Oneindia Bengali News

মঙ্গলবার নির্বাচনী প্রচারে তামিলনাড়ুতে গিয়ে ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিনকে 'যুবরাজ' বলে কটাক্ষ কেরছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাছাড়াও ডিএমকে নেতারা রাজ্যের মহিলাদের সম্মান করতে পারে না বলেও অভিযোগ করেন নরেন্দ্র মোদী। এবার সেই আক্রমণের পাল্টা তোপ দাগলেন ডিএমকে নেতা এমকে স্ট্যালিন।

'আপনার প্রধানমন্ত্রী পদে থাকাই উচিত নয়'

'আপনার প্রধানমন্ত্রী পদে থাকাই উচিত নয়'

এদিন পোল্লাচি যৌন নিগ্রহের কাণ্ডের রেশ টেনে এনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তোপ দাগেন এমকে স্ট্যালিন। টেঙ্কাসিতে একটি প্রচার সভায় এমকে স্ট্যালিন মোদীকে তোপ দেগে বলেন, 'পোল্লাচির যৌন নিগ্রহের ঘটনাটি মনে আছে আপনার? যদি এই ঘটনাটি আপনার মনে না থাকে বা আপনি তা না জেনে ছাকেন, তাহলে আপনার প্রধানমন্ত্রী পদে থাকাই উচিত নয়।'

'আপনার দলের নেতাদের আপনি একটু নিয়ন্ত্রণে রাখুন'

'আপনার দলের নেতাদের আপনি একটু নিয়ন্ত্রণে রাখুন'

এর আগে ডিএমকে নেতা এ রাজা এবং ডিন্ডিগুল লেওনিকে আক্রমণ শানিয়ে এমকে স্ট্যালিনের উদ্দেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, 'আপনার দলের নেতাদের আপনি একটু নিয়ন্ত্রণে রাখুন।' প্রসঙ্গত, এ রাজা মুখ্যমন্ত্রী পালানিস্বামীর জন্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন। ডিএমকের টিকিটে ভোটে লড়া লেওনিও মহিলাদের দুধ খাওয়া নিয়ে বিতর্কিত মন্তব্য করেন।

'পোল্লাচিতে কী ঘটেছিল, জানেন?'

'পোল্লাচিতে কী ঘটেছিল, জানেন?'

আর এদিন প্রধানমন্ত্রী মোদীর হুঁশিয়ারির প্রেক্ষিতে স্ট্যালিন বলেন, 'প্রধানমন্ত্রী অভিযোগ করেন যে রাজ্যে ডিএমকে-কংগ্রেস জোট ক্ষমতায় এলে মহিলারা নাকি সুরক্ষিত থাকবে না। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি তো গতকাল ধরপুরমে সভা করলেন। সেখান থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত পোল্লাচি। সেখানে কী ঘটেছিল আপনি জানেন? না জানলে আমনি প্রধানমন্ত্রী থাকার যোগ্য নন।'

'আর আপনি কংগ্রেস-ডিএমকের দিকে আঙুল তুলছেন?'

'আর আপনি কংগ্রেস-ডিএমকের দিকে আঙুল তুলছেন?'

স্ট্যালিন আরও বলেন, 'একজন মহিলা এসপিকে কে হেনস্থা করেছিল? কোনও গুন্ডা সেই কাজ করেনি, বরং করেছিলেন একজন ডিজিপি, যিনি কি না মুখ্যমন্ত্রীর খুব কাছের মানুষ ছিলেন। এই সব তথ্য কি আপনাকে কেউ দেয়নি? আর আপনি কি না কংগ্রেস-ডিএমকের দিকে আঙুল তুলছেন?'

নন্দীগ্রামে প্রচারের শেষ লগ্নে মিঠুন চক্রবর্তীকে পাশে নিয়ে শুভেন্দু অধিকারী

English summary
DMK's MK Stalin snubs back at Modi using Women security issue during poll campaign in Tamil Nadu
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X